বরিশাল থেকে : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহাকে আর দেশে ঢুকতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন।
এ ঘোষণা দেন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেছেন, ইসলাম বিদ্বেষী ডোনাল্ড ট্রাম্পের কাছে মিথ্যা নালিশ দিয়ে প্রিয়া সাহা রাষ্ট্রদ্রোহিতা করেছেন। তাকে এ দেশে আর ঢুকতে দেয়া হবে না।
রোববার বিকেলে বরিশালে ইসলামী যুব আন্দোলনের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে জেলা ও মহানগর শাখা যুব আন্দোলনের কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন যুব আন্দোলনের মহানগর সভাপতি মাওলানা আরিফুর রহমান।
মুফতি ফয়জুল করীম বলেন, ট্রাম্পের কাছে ওই নারী যে নালিশ করেছেন তা এদেশের রাষ্ট্রবিরোধী কিছু দালাল ও দোসরদের শেখানো বক্তব্য। প্রিয়া সাহা তাদের মুখপাত্র হিসাবে ব্যবহৃত হয়েছেন মাত্র। প্রিয়া সাহা ও তার সহযোগীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
হিন্দুদের ধর্মীয় সংগঠন ইসকন নিষিদ্ধ করারও দাবি জানিয়ে তিনি বলেন, চট্রগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম শিক্ষার্থীদের দেবতার নামে উৎসর্গ করা প্রসাদ খাইয়েছে ইসকন নামক হিন্দুদের একটি সংগঠন। এসবের বিরুদ্ধে মুসলমানরা আর চুপ করে বসে থাকবে না।