বরিশাল থেকে : বরিশালের মুলাদী উপজেলার রামচর গ্রামের আরিফ হোসেন হাওলাদারের স্ত্রী ইয়াসমিন আক্তার (২৬)। যেখানে সেখানে সময়-অসময়ে তিনি নামাজ আদায় করতেন। এ কারণে তিন মাস আগে স্বামী আরিফ স্ত্রী ইয়াসমিনকে বাড়ি থেকে তাড়িয়ে দেন।
ইয়াসমিন বেগম বাবার বাড়িতে গিয়ে ওঠেন। এরপর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। শনিবার সকালে বাবার বাড়ির পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘর থেকে ইয়াসমিনের ঝুলন্ত ম'রদেহ উদ্ধার করে পুলিশ।
নিহ'ত ইয়াসমিন উপজেলার নাজিরচর ইউনিয়নের চিলমারী গ্রামের মোহাম্মদ হোসেন মৃধার মেয়ে। ইয়াসমিন-আরিফ দম্পতির সাত বছরের একটি ছেলেসন্তান রয়েছে।
মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, ইয়াসমিনের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে মানসিক রোগে ভুগছিলেন ইয়াসমিন। এ কারণে তিনি আত্মহ'ত্যা করে থাকতে পারেন।
স্বামীর বাড়িতে তার ওপর মানসিক নির্যাতন চালানো হতো কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছে পুলিশ।