নিউজ ডেস্ক : বরিশাল নগরীর নৌ-বন্দর সংলগ্ন শিরিন ফার্মেসির স্বত্ত্বাধিকারী শিরিন খানম নামের এক নারীর রহস্যজনক মৃ'ত্যু হয়েছে। রবিবার রাত ১০টার দিকে ফার্মেসিতেই তিনি অ'সুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ'ত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে দৈনিক ইত্তেফাকের অনলাইন সংস্করণের একটি প্রতিবেদনে বলা হয়, এক সন্তানের জননী শিরিন খানম ডিভোর্সি ছিলেন। দীর্ঘদিন ফার্মেসি ব্যবসার পাশাপাশি নানান কর্মকাণ্ডে আলোচিত হয়ে ‘টিকটক’ শিরিন নামে পরিচিতি লাভ করেন। মৃ'ত্যুর পূর্বে ফেসবুকের লাইভ এসে তার মালিকানাধিন শিরিন মেডিকেল হল নিয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাকে ফার্মেসি থেকে উৎখাতের ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে বিভিন্ন ব্যক্তির নামও প্রকাশ করেন। পৃথক লাইভ ভিডিওতে তিনি সংশ্লিষ্ট ১০ নং ওয়ার্ডের কাউন্সিলরসহ পাশ্ববর্তী বেশ কয়েকজন ব্যবসা প্রতিষ্ঠানের ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন। ষড়যন্ত্রে তিনি মানসিক য'ন্ত্রনায় ভুগছেন। তাকে মে'রে ফেলার হুমকি দেয়া হচ্ছে উল্লেখ করে বাঁচতে চাওয়ার আকুতি জানানোর কিছুক্ষণ পর মৃ'ত্যুর কোলে ঢলে পড়েন।
সম্প্রতি শিরিন খানম ‘আজকের ক্রাইম নিউজ’ নামক একটি অনলাইন নিউজ পোর্টাল চালু করেন। পত্রিকাটিতে নির্বাহী সম্পাদক হিসেবে তার নাম দেখা যায়। এছাড়াও সাম্প্রতিককালে নকল ওষুধ বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক হয়ে কারাবরণও করেন শিরিন খানম।
কোতয়ালী মডেল থানার ওসি নূরুল ইসলাম সোমবার সকালে জানান, ফার্মেসি ব্যবসায়ী শিরিন খানমের মৃ'ত্যুর ঘটনায় তার ভাই ইউসুফ মৃধা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। লা'শ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের ম'র্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছেন ও আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।