নিউজ ডেস্ক : বরিশাল বিভাগের চার জেলার ৪৫ গ্রামে চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল রবিবার পবিত্র ঈদ-উল ফিতর পালিত হবে। চট্টগ্রামের চন্দনাইশ শাহসুফি দরবার শরিফ, সাতকানিয়া মির্জাখালী দরবার শরিফ এবং আহমাদিয়া জামাত অনুসারী বিভাগের বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ভোলার ওইসব গ্রামের মুসল্লীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমাতপুর ইউনিয়নের খানপুরা গ্রামের সাতকানিয়া পীরের অনুসারী জাহাঙ্গির সিকদার এ তথ্য জানিয়ে বলেন, স্বাস্থ্যবিধি মেনে রবিবার বিভাগের ৪ জেলার এসব এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ২০টি গ্রামের প্রায় ২ হাজার মানুষ চট্টগ্রামের চন্দনাইশ শাহসুফি দরবার শরিফ ও সাতকানিয়া মির্জাখালী দরবার শরিফের অনুসারী। জেলার হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, বাকেরগঞ্জের সুন্দরকাঠী, বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ডের তাজকাঠি, জিয়া সড়ক, টিয়াখালী, সিকদার বাড়িসহ বেশ কয়েকটি উপজেলার কয়েক হাজার মানুষও প্রতি বছরের নেয় এবারও একদিন আগে ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়েছেন।