বরিশাল থেকে : বরিশালের উজিরপুরে নবজাতকের লা'শ নিয়ে ফেরার পথে বাস-কাভার্ডভ্যান ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সং'ঘ'র্ষে ৬ জন নিহ'ত হয়েছেন। নিহ'তরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। দু'র্ঘ'টনার পর অ্যাম্বুলেন্স কে'টে তাদের লা'শ বের করা হয়। বুধবার বিকাল ৫টায় ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া এলাকায় এ দু'র্ঘ'টনা ঘ'টে।
নিহতরা হলেন- ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠি এলাকার আরিফ হোসেন (৪০), তার মা কোহিনুর বেগম (৬০), আরিফের স্ত্রী শিউলি বেগম (৩৫), সদ্যপ্রসূত শিশু তামান্না (৩ দিন), আরিফের সহোদর মো. কাইয়ুম (৩৮) এবং অ্যাম্বুলেন্সের চালক মো. আলমগীর হোসেন (৩৮)। এছাড়া আরও এক ব্যক্তি নিহ'ত হলেও তার কোনো পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধা'র'ণা অ'জ্ঞা'ত ব্যক্তিটি চালকের সহকারী হতে পারে।
প্রত্য'ক্ষদ'র্শীরা জানান, ঢাকা থেকে লা'শ এবং তার আত্মীয়স্বজন নিয়ে অ্যাম্বুলেন্সটি ঝালকাঠি যাচ্ছিল। এ সময় বি'পরী'ত দিক থেকে আসা গাজী রাইস মিলের একটি কাভার্ডভ্যানের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মু'খোমু'খি সং'ঘ'র্ষ হয়। সং'ঘ'র্ষের সময় কাভার্ডভ্যানের পেছনে থাকা এমএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাভার্ডভ্যানের উপর আ'ছড়ে পড়লে এটি ত্রিমুখী সং'ঘ'র্ষে রূপ নেয়।
উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান জানান, দু'র্ঘ'টনাস্থল থেকে আমরা মোট ৭টি মৃ'তদেহ উ'দ্ধার করেছি। এরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। এদের মধ্যে সদ্যপ্রসূত এক শিশুর লা'শও রয়েছে। অ্যাম্বুলেন্সে পাওয়া একটি কাগজ অনুযায়ী মৃ'তদের মধ্যে একজন ঢাকার উত্তরার সিনিসিন হাসপাতালে ভর্তি ছিল। গত ৬ সেপ্টেম্বর তিনি একটি সন্তানের জন্ম দেন। অ্যাম্বুলেন্সে যে নবজাতক শিশুর লা'শ পাওয়া গেছে তার শরীরে তেমন কোনো আ'ঘা'তের চি'হ্ন ছিল না। ধা'র'ণা করা হচ্ছে হাসপাতালে থাকা অবস্থায় শিশুটি মা'রা যায়।