বরিশাল থেকে : বরিশালের বানারীপাড়ার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও আইনজীবী সহকারী সুখরঞ্জন ঘরামী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্পত্তি লিখে দিয়েছেন। রবিবার দুপুরে চাখার সাব-রেজিস্ট্রি অফিসে তিনি প্রধানমন্ত্রীকে পাঁচ শতক সম্পত্তি লিখে দেন। তার এ দলিলের পরিচিত হয়েছেন বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাদ সুমন।
বরিশালের বানারীপাড়া ও পিরোজপুরের স্বরূপকাঠির সীমান্তবর্তী কাজলাহার গ্রামে বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কের পাশে সুখরঞ্জন ঘরামীর সম্পত্তি। সেখানে সম্প্রতি উপজেলা পরিষদের অর্থায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি স্থাপন করা হয়।
বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান স্বাধীনতা অর্জন এবং তার প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপান্তর হওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার নির্দশন উপহার হিসেবে তিনি এ সম্পত্তি লিখে দিয়েছেন বলে জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার তার দীর্ঘদিনের বাসনা। তিনি তার দেওয়া সম্পত্তির দলিল প্রধানমন্ত্রীর হাতে নিজে তুলে দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন।