বরিশাল থেকে : বরিশালে কোতোয়ালি থানার সামনের সড়কসহ বিভিন্ন সড়কে কে বা কারা ইংরেজিতে 'স্যরি' লিখে রেখেছে। কারা কেন এটি লিখেছে তাদের উদ্দেশ্যই বা কী? তা আইনশৃঙ্খলা বাহিনীর খুঁজে দেখা উচিত বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এ বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকাল থেকে বরিশালের কোতোয়ালি মডেল থানার সামনের রাস্তায় একাধিক স্থানে ইংরেজিতে বড় করে “স্যরি” লেখা দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে নগরীর জিয়া সড়ক এবং একতা সরণী এলাকার দেয়ালেও একইভাবে ২-১ জায়গায় এ রকম লেখা রয়েছে।
সাদা রংয়ের স্প্রে দিয়ে এগুলো করা হয়েছে। সড়কে এভাবে স্যরি লেখার কারণ কি, কারা এটি লিখেছে, নিছক মজা করা নাকি অন্য কিছু এ বিষয়টি ভাবিয়ে তুলেছে এলাকাবাসীকে। সুশীল সমাজ ও গবেষক আনিসুর রহমান খান স্বপন মনে করেন, এটি খুঁজে বের করা উচিত আইনশৃঙ্খলা বাহিনীর। এদিকে কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, বিষয়টিকে গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করা হবে।