মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০, ০৬:৩৪:৫৮

হার্নিয়া সমস্যা বাম পাশে, অপারেশন হলো ডান পাশে!

হার্নিয়া সমস্যা বাম পাশে, অপারেশন হলো ডান পাশে!

বরিশাল থেকে : বরিশালের ইসলামী ব্যাংক হাসপাতালে মানিক মিয়া নামের ব্যক্তির বাম পাশের পরিবর্তে ডান পাশের হার্নিয়ায় অপারেশন হওয়ায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে কোতয়ালী থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মানিক।

মানিক মিয়া ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার বাসিন্দা এবং ঢাকায় একটি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে মেকানিক্যাল ফিডার হিসেবে কর্মরত। মানিক মিয়া জানান, পুরুষাঙ্গের সমস্যা নিয়ে গত ২২ নভেম্বর ইসলামী ব্যাংক হাসপাতালে বিশেষজ্ঞ সার্জন ডা. এমএস রহমান সুমনকে দেখান। পরীক্ষা-নিরীক্ষা শেষে ডা. সুমন জানান তার বাম পাশে হার্নিয়া হয়েছে। ব্যবস্থাপত্রেও তিনি তার বাম পাশে হার্নিয়ার কথা উল্লেখ করেন। 

গত ১৭ ডিসেম্বর ইসলামী ব্যাংক হাসপাতালে সার্জন ডা. এমএস রহমান সুমন রোগী মানিকের হার্নিয়া অপারেশন করেন। পরদিন সকালে জ্ঞান ফেরার পর রোগী বুঝতে পারেন তার পুরুষাঙ্গের ডান পাশে অপারেশন করা হয়েছে। অথচ অপারেশন করার কথা ছিল বাম পাশে। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে তারা অপারেশন সংক্রান্ত যাবতীয় কাগজপত্র নিয়ে যায়। আর যাতে কেউ এভাবে ভুল চিকিৎসার শিকার না হয় সে জন্য অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন মানিকের ভাই হানিফ মিয়া।

রোগীর ভুল অপারেশনের কথা স্বীকার করেছেন ইসলামী ব্যাংক হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডা. ইশতিয়াক হোসেন। তিনি বলেন, রোগীকে বিনা খরচে তার বাম পাশের হার্নিয়া অপারেশন করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। একইসঙ্গে অভিযুক্ত চিকিৎসককে ইসলামী ব্যাংক হাসপাতালের অপারেশন কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে।

রোগীর ভুল চিকিৎসার অভিযোগ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান। এ ব্যাপারে বক্তব্য জানার চেষ্টা করা হলেও অভিযুক্ত চিকিৎসক ডা. এমএস রহমান সুমনকে ইসলামী ব্যাংক হাসপাতালে পাওয়া যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে