মঙ্গলবার, ২২ জুন, ২০২১, ১১:৫৮:৪৩

প্রথম ধাপে ইউপি নির্বাচন; বরিশালের ৫০ টির ফলাফল

প্রথম ধাপে ইউপি নির্বাচন; বরিশালের ৫০ টির ফলাফল

নিউজ ডেস্ক: ব‌রিশা‌লে সম্পন্ন হলো প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন।  উক্ত বরিশালের ৯ টি উপ‌জেলার ৫০টি ইউ‌নিয়‌নের মধ্যে ৪১টি‌তে চেয়ারম্যান হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী। এদের ম‌ধ্যে ১৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। তার ম‌ধ্যে গৌরনদী উপজেলার ৭ ইউনিয়নের ছয়টিতেই আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন।

প্রাপ্ত ত'থ্যে বানারীপাড়ার ৫টি, মুলাদী, উ‌জিরপুর এবং  বা‌কেরগ‌ঞ্জে এক‌টি ক‌রে ইউপিতে বিনা ভোটে জয় পেয়েছেন নৌকার প্রার্থী। অপর ৯টি ইউপিতে জয় পেয়েছেন  আওয়ামী লী‌গের বি‌দ্রোহী ৫জন, জাতীয় পা‌র্টির ৩জন, ইসলামী আ‌ন্দোলন বাংলা‌দে‌শের ১জন প্রার্থী।

নির্বাচিতদর মধ্যে সরাসরি ভাট যু'দ্ধে দুইজন নারী প্রার্থী অংশ নিয়ে জয়ী হয়েছে। তারা হলেন, উজিপুরের জল্লা ইউনিয়নের আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতী‌কের বেবী রানী দাস এবং এবং টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী না‌দিরা রহমান। সোমবার রাতে ঘোষণা করা হয় বেসরকারি ফলাফল ঘে‌টে  এ ত'থ্য নি‌শ্চি'ত হওয়া গে‌ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে