শনিবার, ০৩ জুলাই, ২০২১, ১২:৫৯:২৩

অক্সিমিটার কিন‌তে রাস্তায় করোনায় আক্রা'ন্ত ব্যাংক কর্মকর্তা, অতঃপর...

অক্সিমিটার কিন‌তে রাস্তায় করোনায় আক্রা'ন্ত ব্যাংক কর্মকর্তা, অতঃপর...

ব‌রিশা‌লে ক‌রোনা আক্রা'ন্ত রোগী অক্সিমিটার কিন‌তে বের হওয়ায় জিজ্ঞা'সাবাদ করা হ‌য়ে‌ছে চে'কপো‌'স্টে। প‌রে চে'কপো‌'স্টে উপ‌স্থিত নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট ওই ক‌রোনা রোগী‌কে দাঁড় ক‌রি‌য়ে নি‌জের গা‌ড়ি পা‌ঠি‌য়ে অক্সিমিটার কি‌নে ওই ক‌রোনা রোগী‌কে প্রদান ক‌রেন।

শুক্রবার বিকা‌লে নগরীর নথুল্লাবাদ এলাকায় ঘ‌'টে এই ঘ'টনা।ক‌রোনা আক্রা'ন্ত ওই রোগীর নাম মে‌হে‌দি হাসান। তি‌নি রুপালী ব‌্যাংকের সাগর‌দি ব্রা‌ঞ্চের কর্মকর্তা‌ এবং নগরীর কা‌শিপুর এলাকার বা‌সিন্দা।

মে‌হে‌দি হাসান নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেটকে ব‌লেন, ক‌রোনা উ'পস'র্গ দেখা দেয়ায় স্ত্রী ও সন্তান‌কে বা‌ড়ি পা‌ঠি‌য়ে দেয়া হয়। প‌রে ক‌রোনা প‌জি‌টিভ রি‌পোর্ট আসায় স্বজন না থাকায় বেশ বি'পা‌'কে প‌ড়েন তি‌নি। তাই শরী‌রে অক্সি‌জে‌নের মাত্রা জান‌তে অক্সিমিটার কিনতে বাইরে বের হন।

জেলা প্রশাস‌নের ভ্রা'ম‌্যমা'ণ আদা'ল‌তের নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট মুশ‌ফিকুর রহমান ব‌লেন, মে‌হে‌দি হাসান নি‌জের বা‌ড়ি থে‌কে মোটরসাই‌কেলযো‌গে অক্সিমিটার কিন‌তে যাওয়ার সময় নথুল্লাবাদ চে'কপো‌'স্টে জি'জ্ঞাসা'বাদ করা হয়। এসময় তিনি ক‌রোনা আক্রা'ন্ত এবং অক্সিমিটার কিন‌তে বের হ‌য়ে‌ছেন ব‌লে জানান। প‌রে আমার গা‌ড়ি পা‌ঠি‌য়ে তার জন‌্য অক্সিমিটার কিনে এনে তা‌কে প্রদান ক‌রি।

তি‌নি জানান, আমি তা‌কে আমার নম্বর দি‌য়ে‌ছি যে‌ কো‌নো ধর‌নের সহ‌যো‌গিতার জন‌্য। অক্সিমিটার কি‌নে দেয়ার পর ওই ব‌্যাংক কর্মকর্তা বা‌ড়ি ফি‌রে গে‌ছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে