মঙ্গলবার, ০৮ মার্চ, ২০২২, ০৫:২৪:০৫

মেয়েকে স্কুলে রেখে বাসায় ফিরে মায়ের আত্মহত্যা, চিরকুটে লিখে গেলেন অদম্য ইচ্ছার কথা

মেয়েকে স্কুলে রেখে বাসায় ফিরে মায়ের আত্মহত্যা, চিরকুটে লিখে গেলেন অদম্য ইচ্ছার কথা

বরিশাল থেকে : মেয়েকে স্কুলে দিয়ে এসে বাসায় ফিরে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাদিয়া আক্তার সাথী নামে এক গৃহবধূ। সোমবার দুপুরে বরিশাল নগরীর ২০নং ওয়ার্ডের বৈদ্যপাড়া এলাকার ডা. শাহজাহান হোসেনের ভবনের পঞ্চম তলার ভাড়া বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তবে সাদিয়ার পড়ার টেবিলের সামনের দেয়ালে কাগজে লেখা একটি চিরকুট পাওয়া গেছে।  

চিরকুট লেখা ছিল— ‘আই হ্যাব টু বি এ বিসিএস ক্যাডার’। বাবুগঞ্জ উপজেলার ২নং কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে সাদিয়া। তার স্বামী মাইনুল ইসলাম একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম রেজা।

তিনি জানান, সাদিয়ার ৮ বছরের একটি কন্যাশিশু রয়েছে। পাশের ফ্ল্যাটের বাসিন্দারা জানিয়েছেন, মেয়েকে শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দিয়ে এসে বাসার দরজা আটকে দেন তিনি। অনেকক্ষণ পর সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা খুঁজতে গিয়ে বুঝতে পারেন সাদিয়া আত্মহত্যা করেছেন। পরে পুলিশকে খবর দিলে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

রেজাউল ইসলাম রেজা বলেন, সাদিয়ার পড়ার টেবিলের সামনের দেয়ালে কাগজে লেখা ছিল, ‘আই হ্যাব টু বি এ বিসিএস ক্যাডার’। অর্থাৎ তার অদম্য ইচ্ছা ছিল বিসিএস ক্যাডার হওয়ার। ঘরে প্রচুর বইও ছিল, বিসিএস কোচিং করত। দেখেই বোঝা যায় মেধাবী ছাত্রী ছিলেন। তবে পরিবারের কাছ থেকে এখন পর্যন্ত মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এমনকি তারাও জানাতে পারেননি কী কারণে সাদিয়া আত্মহত্যা করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে