বরিশাল থেকে : আড়ম্বর আয়োজনে জার্মান নাগরিক আলিসা থিওডোরা পিত্তা আর বরিশালের সন্তান রাকিব হাসান শুভর বিয়ের দুই বছর পর গায়ে হলুদ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উলালবাটনা গ্রামে শুভর বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আলিসা ও শুভর ছয় মাস বয়সী সন্তানও যোগ দেয়।
ছেলের বিয়েতে নেচে বাড়তি আনন্দের জোগান দেন চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম। অনুষ্ঠান চলে গভীর রাত পর্যন্ত। আয়োজন ছিল উন্মুক্ত কনসার্টেরও। স্থানীয়রা বলছেন, আলিসা-শুভর গায়ে হলুদ অনুষ্ঠান মনে রাখার মতো হয়েছে। বাংলাদেশি বিয়ের সংস্কৃতি দেখে যথারীতি মুগ্ধ হয়েছেন আলিসা থিওডোরা পিত্তা।
তিনি বলেন, 'বাংলাদেশ আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে বাংলাদেশের সংস্কৃতি, মানুষের সহযোগিতার মনোভাব, বাঙালি পোশাক, খাবার খুবই পছন্দ হয়েছে। আমি অনেক খুশি হয়েছি আমার হাতে মেহেদি দেওয়া খুবই ভালো লেগেছে।' আলিসার বান্ধবী লেইসা বলেন, আলিসার সঙ্গে বাংলাদেশ ভ্রমণ আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমি বাংলাদেশের গল্প জার্মানিতে আমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের কাছে বলব।