এমটিনিউজ২৪ ডেস্ক : বরিশাল নগরীর উপকণ্ঠ সফিমিয়ার গ্যারেজ এলাকায় অগ্নিকাণ্ডে একটি মাদরাসা পুড়ে গেছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা সামসুল হুদা রিপন জানান, সফিমিয়ার গ্যারেজ এলাকার মজনু মেম্বরের একটি আধা-পাকা টিনসেট ভবন ভাড়া নিয়ে মদিনাতুল উলুম নুরানিয়া ও হাফিজিয়া মাদরাসা এতিম খানা ও লিল্লাহ বোডিং পরিচালনা করা হয়। মাদরাসায় ৫০ জন আবাসিক শিক্ষার্থী রয়েছে।
আসরের নামাজ আদায় করতে শিক্ষার্থীরা মসজিদে যায়। এসময় হঠাৎ করে ভবনে আগুন ধরে যায়। আগুনে পুরো ভবনটি পুড়ে গেছে।
বরিশাল সদর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার রবিউল আল আমিন বলেন, খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে তারা ঘটনাস্থলে গিয়েছেন।
তাদের দুইটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে বলা যাবে না।