রবিবার, ২০ মার্চ, ২০১৬, ০৩:২৩:০৬

কাফনের কাপড় পরে কবর খনন, আ.লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর প্রতিবাদ

কাফনের কাপড় পরে কবর খনন, আ.লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর প্রতিবাদ

বরিশাল : ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজ বাড়িতে কবর খুঁড়ে আওয়ামী লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর প্রতিবাদ করায় জায়গা হয়েছে জেলে খানায়।

এ ঘটনা ঘটে বরিশালের মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নে।

আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইউসুফ আলী হাওলাদার ভোট চুরির আশঙ্কায় অভিনব প্রতিবাদ করেন।  শুক্রবার নিজ বাড়িতে কবর খুঁড়ে প্রতিবাদ জানান তিনি।  

কবর খুঁড়ে ইঞ্জিনিয়ার ইউসুফ আলী হাওলাদার বলেন, নির্বাচনে কারচুপি হলে তিনি আত্মহত্যা করবেন।  এ ঘটনায় পুলিশ শুক্রবার বিকেলে তাকে আটক করে।  শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

জানা গেছে, উপজেলা আ.লীগের সহ-সভাপতি ইউসুফ আলী হাওলাদার দলীয় মনোনয়ন লাভের আশায় দীর্ঘদিন প্রচার প্রচারণা চালান।  পরবর্তীতে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা শুরু করেন।  সম্প্রতি দলীয় পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

ইঞ্জিনিয়ার ইউসুফ আলীর একাধিক সমর্থক জানান, আগামী ২২ মার্চ নৌকা প্রার্থীর সমর্থকরা জোরপূর্বক ভোট নিতে পারেন।  যদি ভোট পিটিয়ে নেয়া হয় তাহলে তিনি (ইউসুফ) স্বেচ্ছায় ২২ মার্চ আত্মহত্যা করার হুমকি দিয়ে শুক্রবার বিকেলে কাফনের কাপড় পরে নিজ বাড়ির সামনে কবর খুঁড়েন।

জানা গেছে, খবর পেয়ে ওইদিন সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান তরিকুল ইসলাম মিঠু, উপজেলা নির্বাহী অফিসার ও মুলাদী থানার ওসি মতিয়ার রহমান ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিনিযার ইউসুফ আলীকে নিরাপদে রাখার জন্য আটক করে থানায় নিয়ে আসেন।

এ খবর সর্বত্র ছড়িয়ে পড়লে ইউসুফ আলীর সমর্থকরা ওইদিন রাত আটটার দিকে বরিশাল-মুলাদী সড়কের কাজীরচর এলাকার সড়কের ওপর অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।

এতে প্রায় দু’ঘন্টা ওই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।  খবর পেয়ে বরিশাল থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে সড়ক অবরোধমুক্ত করেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইসলাম পরিপন্থী কর্মকাণ্ড করে এলাকায় বিভ্রান্তি সৃষ্টি ও নির্বাচনী আচরনবিধি ভঙ্গ করায় ইঞ্জিনিয়ার ইউসুফ আলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।  পরে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
২০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে