রাহাত খান: তিন মাস মেয়াদের আহ্বায়ক কমিটি দিয়ে পাঁচ বছর পার করেছে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদল। কথা ছিল সবগুলো ওয়ার্ড ও উপজেলা সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের পর জেলা এবং মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি হবে। কিন্তু এই পাঁচ বছরে জেলার ১০ উপজেলার মধ্যে একমাত্র মেহেন্দিগঞ্জে এবং নগরীর ৩০ ওয়ার্ডের মধ্যে সাতটিতে সম্মেলন হয়েছে মাত্র। তবে পূর্ণাঙ্গ রূপ পাওয়ার আগেই জেলা ও মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের খবরে তত্পর সম্ভাব্য পদপ্রত্যাশীরা।
এদিকে নতুন কমিটি গঠনের প্রশ্নে বরিশাল বিএনপিতে তৈরি হয়েছে চারটি ধারা। স্থানীয় চার শীর্ষ বিএনপি নেতা ইতিমধ্যে তাদের অনুগতদের নেতৃত্ব পাইয়ে দিতে চালাচ্ছেন জোর তত্পরতা। জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃত্ব নিজের আয়ত্তে রাখতে কেন্দ্রীয় নেতাদের কাছে তালিকাও দিয়েছেন তারা। জানা গেছে, বিএনপির নতুন যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার তার অনুগত খন্দকার মামুন সম্ভাব্য সভাপতি ও আরেক যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুল্লাহকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদল এবং মহানগরে মশিউর রহমান মঞ্জুকে সভাপতি ও আরিফুর রহমান মুন্নাকে সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের কাছে তালিকা দিয়েছেন।
অন্যদিকে বিএনপির নতুন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন তার অনুসারী নাজমুল হাসান ছবি সভাপতি ও মুশফিকুল হাসান মাসুমকে জেলা ছাত্রদলের সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে কেন্দ্রে তালিকা দিয়েছেন। মহানগর ছাত্রদলে শিরিনের সভাপতি প্রার্থী সাইফুল ইসলাম শাহিন। সম্পাদক পদে তার প্রার্থী না থাকলেও রফিকুল ইসলাম টিপুকে সম্ভাব্য সাংগঠনিক সম্পাদক প্রার্থী করেছেন। এদিকে শহিদুল হাসান আনিচ সভাপতি ও সাইফুল ইসলাম সুজনকে সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী করে কেন্দ্রে তালিকা দিয়েছেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন। মহানগরে চাঁনের প্রার্থী নেই। ছাত্রদলের কমিটি গঠন প্রশ্নে লেজেগোবরে অবস্থা সিটি মেয়র আহসান হাবিব কামালপন্থিদের। মেয়র কামালপুত্র কামরুল আহসান রূপনের সিদ্ধান্তে বারবার পাল্টে যাচ্ছে জেলা ও মহানগর ছাত্রদলের প্রস্তাবিত আকার। আমিনুল ইসলাম লিপন সভাপতি ও ইয়াসির আরাফাত মিন্টুকে জেলার সম্ভাব্য সাধারণ সম্পাদক; আবার মামুন মোল্লা সভাপতি ও তারেক-আল এমরানের নাম সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসেবে শোনা যাচ্ছে।
আফরোজ খানম নাসরিন এই কমিটির সম্ভাব্য সভাপতি ও রিয়াজুর রহমান রিয়াজ সাধারণ সম্পাদক, আবার বিকল্প হিসেবে রিয়াজুর রহমান রিয়াজ সভাপতি ও জাবের আবদুল্লাহ সাদির নামও সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে। এর বাইরে মহানগর ছাত্রদলের স্বতন্ত্র সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে বিএম কলেজ ছাত্রদল নেতা অহিদুল ইসলাম রুবেলের নামও কেন্দ্রীয় ছাত্রদল সভাপতির নখদর্পণে রয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র। ছাত্রদল নেতাদের এমন বিভক্তিতে বিএনপির এক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জেলা ও মহানগরে কেউ-ই ছাত্রদলের প্রার্থী নয়, সবাই বিএনপি নেতাদের প্রার্থী। এটা দুঃখের বিষয়।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসান বলেন, ছাত্রদলের কমিটি বিএনপি নেতাদের বিষয় নয়। এটা ছাত্রদলের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়। বিএনপি নেতাদের কোনো পরামর্শ দিকনির্দেশনা থাকলে সেটা বিবেচনায় নেওয়া যেতে পারে। তবে তাদের দেওয়া তালিকা কিংবা পরামর্শ অনুযায়ীই কমিটি গঠন করতে হবে এমন কোনো বিষয় নেই। তিনি বলেন, সমাজে সর্বস্তরের মানুষের মাঝে যাদের গ্রহণযোগ্যতা আছে। দলের জন্য যাদের ত্যাগ আছে, যারা ছাত্ররাজনীতি এগিয়ে নিতে পারবেন তাদের হাতে শিগগিরই বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের নতুন নেতৃত্ব তুলে দেওয়া হবে।-বিডি প্রতিদিন
২২ মে, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ