সততার এক অনন্য নজির স্থাপন করলেন এক অটোচালক। রাস্তায় পরে থাকা একটি ভ্যানিটি ব্যাগে প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার পেয়েও মালিককে ফিরিয়ে দিলেন ভোলার চরফ্যাশন উপজেলার মো. মহিউদ্দিন নামের এক অটোরিকশাচালক।
মহিউদ্দিন চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খোদেজাবাগ গ্রামের (বর্তমান ওমরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড) বাসিন্দা।
বৃহস্পতিবার রাতে আছলামপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম সিরাজুল ইসলামের ব্যক্তিগত কার্যালয়ে স্বর্ণালংকারের মালিক আয়েশা বেগমের নিকট হস্তান্তর করা হয়। এ সময় আয়েশা বেগম অটোরিকশার চালক মহিউদ্দিনের হাতে সততার পুরস্কার হিসেবে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।