এমটি নিউজ ডেস্ক : বড় একটি দুঃখজনক ঘটনা ঘটল ভোলার মনপুরায়, একসঙ্গে তিন সন্তানের জন্ম দেওয়ার পর দুই সন্তানসহ প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টায় মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় প্রসূতি মায়ের।
রোববার সকাল ১০টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামে স্বামীর বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় প্রসূতি মায়ের।
এর আগে জন্ম দেওয়া তিন সন্তানের মধ্যে এক কন্যা ও এক ছেলের মৃত্যু হয়। তবে জীবিত থাকা অপর কন্যা সন্তানটির অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন প্রসূতির স্বজনরা।
মৃত্যুবরণকারী প্রসূতি মা হলেন উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বাসিন্দা মহিউদ্দিনের স্ত্রী ও হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মো. ফারুকের মেয়ে রুপন।
মহিউদ্দিন জানান, বাড়িতে নরমাল ডেলিভারিতে দুই কন্যা ও এক ছেলেসন্তান প্রসব হয়। পরে রক্তক্ষরণ শুরু হলে শনিবার সন্ধ্যা ৬টায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে মারা যায় তার স্ত্রী। এর আগে জন্ম দেওয়া এক কন্যা ও এক ছেলের মৃত্যু হয়। মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাসেল আহমেদ ভূঁইয়া জানান, প্রচুর রক্তক্ষরণে প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে।