শুক্রবার, ১৯ মে, ২০২৩, ১১:২৬:৩৭

প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী!

প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী!

এমটিনিউজ২৪ ডেস্ক : ভোলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাসাতে অন্তঃসত্ত্বা স্ত্রী কুলসুমকে (৩৫) হত্যা করে স্বামী মো. তছির সাজি (৪২)। রাতে পানের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয় কুলসুমকে। গতকাল বৃহস্পতিবার (১৮মে) তিন দিনের রিমান্ড শেষে স্ত্রী হত্যা মামলায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৮ এপ্রিল ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রামদাসকান্দি গ্রামের সাজি বাড়ির তছির সাজি ও তার চাচাতো ভাইদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভ পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে তারা উভয় পক্ষই থানায় মামলা করে। 

প্রতিপক্ষের মামলার এক নম্বর আসামি তছির সাজি র্দীঘদিন পলাতক ছিলেন। এ ঘটনায় তছির সাজি তার প্রতিপক্ষকে ঘায়েল করতে গত ১৪মে দিবাগত রাতে তার বসতঘরে আসেন। পরে তার ছোট তিন সন্তান ঘুমিয়ে পড়লে স্ত্রীকে পানের সঙ্গে ঘুমের ঔষুধ খাইয়ে অচেতন করে দাঁ দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ওই রাতেই তার শ্বশুর বাড়ির পাশে এক বাড়িতে পালিয়ে থাকেন। 

পরের দিন সকালে তার স্ত্রী হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তদন্ত শুরু করে। ওই দিনই তছির সাজিকে প্রতিপক্ষের মারধরের মামলায় গ্রেপ্তার করে আদালতে হাজির করে তার স্ত্রী হত্যার বিষয়ে রিমান্ড চাওয়া হয়। পরে আদালত রিমান্ড মঞ্জুর করলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। 

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে তার স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে এবং পুলিশের কাছে হত্যার ঘটনার বিস্তারিত বর্ননা দেয়। পরে বৃহস্পতিবার (১৮ মে) সকালে পুলিশ তাকে নিয়ে তার বাড়ির পুকুর থেকে হত্যার কাজে ব্যবহৃত দাঁ ও তার হত্যার সময় পরনে থাকা রক্তাক্ত জামা-কাপড় উদ্ধার করে। 

পরে কুলসুমের ভাই নুরুল ইসলামের দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। তছির সাজি এ হত্যার ঘটনায় নিজের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

ভোলা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, নিহত কুলসুম বেগমের স্বামী তসির সাজীকে আদালতে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে তার দেওয়া তথ্য যাচাই করে এর সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের সনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে