শুক্রবার, ০৭ জুলাই, ২০২৩, ১১:৩৬:২৮

৭ হাজার ১০০ টাকায় বিক্রি হলো ইলিশ মাছটি

৭ হাজার ১০০ টাকায় বিক্রি হলো ইলিশ মাছটি

এমটিনিউজ ডেস্ক : লালমোহনে জেলেদের জালে ধরা পড়ে ২ কেজি ১৫ গ্রামের একটি ইলিশ মাছ। শুক্রবার দুপুরে উপজেলার নাজিরপুর মৎস্যঘাটের মো. তসলিম নামে এক আড়তদার জেলেদের কাছ থেকে ৭ হাজার ১০০ টাকায় মাছটি কিনেন।

তসলিম বলেন, স্থানীয় রাজ্জাক মাঝির ট্রলারের জেলেরা তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের সময় ইলিশটি ধরা পড়ে। এরপর তারা ওই মাছ বিক্রির জন্য শুক্রবার দুপুরে ঘাটে আনেন। তখন মাছটি ৭ হাজার ১০০ টাকা দিয়ে কিনি। স্থানীয় কেউ এত দাম দিয়ে ইলিশটি কিনতে না পারায় এটি লঞ্চযোগে ঢাকায় পাঠাচ্ছি। সাড়ে ৭ হাজার টাকা হলেই মাছটি বিক্রি করব।

লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ বলেন, নদীতে ডুবোচরের কারণে মাছ কম পাওয়া যাচ্ছে। মাছ কম পাওয়ায় তাই দামও বেশি। তবে আরেকটু ভালোভাবে বৃষ্টি নামলে নদীতে প্রচুর ইলিশ মিলবে। তখন মাছের দাম সর্বস্তরের জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে আসবে বলে মনে করছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে