সাদির হোসেন রাহিম, ভোলা প্রতিনিধি: আসছে ২২ মার্চ প্রথম ধাপে ভোলার তজুমদ্দিনের ৩টি ইউনিয়ন চাচড়া, চাদঁপুর ও শম্ভুপুর সহ ভোলার মোট ৪৫ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে লালমোহন উপজেলার বদরপুর, ধলীগৌরনগর, লালমোহন, লর্ডহার্ডিঞ্জ ও রমাগঞ্জ। চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ, চর মানিকা, হাজারীগঞ্জ, রসুলপুর, এওয়াজপুর, জাহানপুর, চরকলমি, ঢালচর, মুজিবনগর, ও নজরুলনগর। মনপুরা উপজেলার হাজিরহাট। দৌলতখানের সৈয়দপুর, চরখলিফা, চরপাতা, মদনপুর, মেদুয়া, উত্তর জয়নগর, ও দক্ষিণ জয়নগর। বোরহানউদ্দিনের বড়মানিকা, দেউলা, গংগাপুর, হাসাননগর, কাচিয়া, কুতুবা, পক্ষিয়া, সাচড়া, ও টবগি। ভোলা সদরের আলী নগর, বাপ্তা, চরসামাইয়া, চরশিবপুর, ধনিয়া, পশ্চিম ইলিশা, উত্তর দিঘলদী, দক্ষিণ দিঘলদী, ভেদুরিয়া, ও ভেলুমিয়া। বৃহস্পতিবার নির্বাচন কমিশন কতৃক প্রথম ধাপে সারা দেশে ৭৫২ টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের তপসিল ঘোষণা করা হয়। ঘোষিত তপসিল অনুযায়ী জানা যায়, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২৩ ও ২৪ ফেব্রুয়ারি, আপিল দাখিল ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ২৮ ফেব্রুয়ারি থেকে ১মার্চ। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ০২ মার্চ, প্রতীক বরাদ্দ ৩ মার্চ এবং ভোটগ্রহণ ২২ মার্চ।
এই প্রথমবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের নির্বাচন দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে। চেয়ারম্যান পদে নির্বাচনে শুধু নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। কোনো রাজনৈতিক দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একাধিক ব্যক্তিকে মনোনয়ন প্রদান করতে পারবে না।
১২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস