নিউজ ডেস্ক: প্র'তারণার আশ্রয় নিয়ে মোবাইল প্রেমের ফাঁ'দে ফেলে বগুড়ায় সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয়ে কলেজপড়ুয়া এক ছাত্রীকে বিয়ে করে প্র'তারণার অভি'যোগে দুই সন্তানের জনক এক প্র'তারককে গ্রে'ফতার করেছে পুলিশ।
প্রাপ্ত ত'থ্যে গ্রেফতার ব্যক্তির নাম আব্দুল আলিম (৩২) পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার ডাকিয়া পারা গ্রামের মৃ'ত ফজলুল হকের ছেলে ও পেশায় একজন বাদামবিক্রেতা। এদিকে বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে প্রতা'রণার শি'কার ওই কলেজছাত্রীর বাড়ি বগুড়া সদরের একটি গ্রাম থেকে তাকে গ্রেফ'তার করা হয়।
আলিমের সঙ্গে কলেজপড়ুয়া ওই তরুণীর মোবাইলে মিসকলের মাধ্যমে প্রেমের স'ম্পর্ক গড়ে ওঠে। ১৪ থেকে ১৫ মাস প্র'তারক নিজেকে পুলিশের এএসপি পরিচয় দিয়ে প্রেম চলমান রাখেন। চলতি মাসের ১৮ তারিখে আলিম তরুণীর বাড়িতে এসে তিন লাখ ৫০ হাজার ৫০০ টাকা দেনমোহরে বিয়ে করেন, জানালেন সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বেদার উদ্দিন।
আলিম তরুণীর পরিবারকে জানান, তিনি রংপুর জেলার সৈয়দপুর নামের একটি পুলিশ ফাঁ'ড়িতে কর্মরত। একপর্যায়ে তরুণীর পরিবারের স'ন্দেহ হলে বৃহস্পতিবার তাকে জে'রা করেন। পরে আলিম স্বী'কার করেন তিনি পেশায় বাদামবিক্রেতা। তবে তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করেন। পরে তাকে গ্রে'ফতার করা হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, ঘটনাটি দুঃ'খ'জনক। প্র'তারককে গ্রে'ফতার করা হয়েছে। তার বিরু'দ্ধে বৃহস্পতিবার রাতে থানায় মা'মলা দা'য়ের হয়েছে।