বৃহস্পতিবার, ০১ জুলাই, ২০২১, ০৪:৫৯:০৯

কঠোর লকডাউনকে কে'ন্দ্র করে দুই পক্ষের সং'ঘ'র্ষ! ভা'ঙ'চু'র

কঠোর লকডাউনকে কে'ন্দ্র করে দুই পক্ষের সং'ঘ'র্ষ! ভা'ঙ'চু'র

লকডাউনকে কে'ন্দ্র করে দুই প'ক্ষের মধ্যে পা'ল্টাপা'ল্টি ধা'ও'য়া, ভা''ঙচু'র ও সং'ঘ'র্ষের ঘ'টনা ঘ'টেছে। এতে উভয় প'ক্ষের আ'হ'ত হয়েছেন কমপক্ষে পাঁচজন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বগুড়ার ধুনট উপজেলার সোনাহাটা বাজার এলা'কায় এ ঘ'ট'না ঘ'টে। 

থানা পুলিশ ও স্থানীয় সূ'ত্রে জানা যায়, করোনা সং'ক্র'মণ রো'ধে বৃহস্পতিবার থেকে সারা দেশে সাতদিনের ক'ঠো'র লকডাউন ঘো'ষণা করেছে সরকার। তারই ধা'রাবা'হিক'তায় ধুনটের সোনাহাটা বাজার এলাকায় লকডাউন চ'ল'তে থাকে। এসময় জি'নি'য়াস মর্ডান মাদরাসা নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান খো'লা রে'খে পাঠদান কা'র্যক্র'ম চা'লা'নো হয়। এতে আশিকুর রহমান মানিক নামে এক ব্যবসায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খো'লা রাখার প্র'তি'বা'দ করেন।  

এ বিষ'য়টি নিয়ে মাদরাসা পরিচালনাকারী মহসীন আলম ও গোলাম মোস্তফার সঙ্গে আশিকুর রহমান মানিকের ক'থাকা'টি হয়। এক পর্যায়ে উভয় প'ক্ষের মধ্যে পা'ল্টি'পা'ল্টি ধা'ও'য়া, ভা'ঙচু'র ও সং'ঘ'র্ষের ঘ'টনা ঘ'টে। এতে সোনাহাটা বাজারের ম'ন্ডল স্টোরের মালিক আশিকুর রহমান (৩৫), মহসীন আলম (৪২) ও গোলাম মোস্তফাসহ পাঁচজন আ'হ'ত হন। হা'ম'লাকা'রীরা মন্ড'ল স্টোর নামে ব্যবসা প্রতিষ্ঠানটি ভা'ঙচু'র করেছে। 

আ'হ'তরা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লে'ক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘ'ট'নাস্থ'লে পৌঁ'ছে প'রি'স্থি'তি নি'য়'ন্ত্র'ণ করেছে। এ ঘ'ট'নায় উভয় পক্ষ থানায় মা'মলার প্র'স্তু'তি নিয়েছে। 

এ বিষয়ে আশিকুর রহমান মানিক বলেন, লকডাউন অ'মা'ন্য করে মাদরাসা খো'লা রে'খে সেখানে পাঠাদান করানো হয়। এ ঘ'ট'নার প্র'তি'বাদ করায় মাদরাসা পরিচালনাকারীরা আমাকে পি'টি'য়ে আ'হ'ত করেছে এবং আমার ব্যবসা প্রতিষ্ঠান ভা'ঙচু'র করেছে। 

এ অভি'যো'গ অ'স্বী'কার করে মহসীন আলম বলেন, পূর্ব বি'রো'ধের জে'র ধ'রে ব্যবসায়ী আশিকুর রহমান মানিক ও তার লোক'জন আমাকে মা'র'ধ'র করেছে। 

ধুনট থানার ভারপ্রা'প্ত কর্মকর্তা (ওসি) কৃ'পা সিন্ধু বালা বলেন, সংবাদ পে'য়ে ঘ'ট'নাস্থ'লে পৌঁ'ছে প'রিস্থি'তি শা'ন্ত করা হয়েছে। এ ঘ'ট'নায় অভি'যোগ পে'লে ত'দ'ন্ত সাপে'ক্ষে প্রয়োজনীয় ব্যব'স্থা নেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে