মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ০৪:২৫:০১

প্লাস্টিক ফ্যাক্টরিতে আগুন, ৫ মরদেহ উদ্ধার

প্লাস্টিক ফ্যাক্টরিতে আগুন, ৫ মরদেহ উদ্ধার

বগুড়া থেকে : বগুড়ার আদমদীঘির সান্তাহারে বিআইআরএস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি ওয়ান টাইম প্লেট ও গ্লাস তৈরির ফ্যাক্টরিতে আগুন লেগে ৫ শ্রমিক মারা গেছেন। এতে ওই ফ্যাক্টরির প্রায় ৩৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে দাবি করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সান্তাহার পৌর শহরের হবীর মোড় এলাকায় এ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফ্যাক্টরির স্বত্ত্বাধিকারী ও সান্তাহার পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, মঙ্গলবার সকালে ৪৫ জন শ্রমিক ফ্যাক্টরিতে কাজ শুরু করে। হঠাৎ বেলা সাড়ে ১১ টায় মেশিন চলা অবস্থায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

মেয়র ভুট্টু আরো বলেন, আগুনে ২০ কোটি টাকার মেশিনসহ প্রায় ৩৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ৫ জন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে