বগুড়া: গুলশানের হলি আর্টিসান বেকারিতে হামলাকারী নিহত ৬ জঙ্গির মধ্যে বগুড়ার শাজাহানপুরের খায়রুল ইসলাম ওরফে পায়েলের (১৮) বোন ও দুলাভাইকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ।
রোববার সন্ধ্যায় পায়েলের বাবা-মার সঙ্গে তাদের আটক করা হয়। তবে খায়রুলের বাবা আবু হোসেন ও মা পিয়ারা বেগম গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা যায়।
নিহত জঙ্গি খায়রুল ইসলাম পায়েলের বোন হোসনে আরা বেগম ও দুলাভাই রঞ্জু মিয়া জানান, রোববার সন্ধ্যার দিকে ডিবি পুলিশ এসে তার ভাই খায়রুল ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করে। এসময় পুলিশ জানায় গুলশানে নিহত জঙ্গিদের মধ্যে তার ভাইও রয়েছে। খায়রুলের পরিচয় নিশ্চিত করতে বাবা-মাসহ তাদেরকে বগুড়া ডিবি অফিসে নিয়ে যায়। সেখানে খায়রুলের ছবি দেখে পরিচয় নিশ্চিত করা হয়। এরপর বাবা, মাকে রেখে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
হোসনে আরা বেগম আরো জানান, খায়রুল প্রায় এক বছর আগে থেকে নিখোঁজ রয়েছে। স্থানীয় বিহিগ্রাম এডিইউ সেন্ট্রাল ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা থেকে আলিম পাশ করার পর খায়রুলের সহপাঠি কামারপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল হাকিমের সঙ্গে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। এক মাস পর আব্দুল হাকিম বাড়ি ফিরে এলেও খায়রুলের সঙ্গে কোন ভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। আব্দুল হাকিমকে জিজ্ঞাসা করা হলে সে বলতো খায়রুল ভাল আছে।
এদিকে সোমবার দুপুরে খায়রুলের সহপাঠি আব্দুল হাকিমের বাড়িতে গেলে তার মা সুফিয়া বেগম জানান, গত বৃহস্পতিবার রাত দেড়টার ফ্লাইটে তার ছেলে আব্দুল হাকিম ও কামারপাড়া দড়িপাড়ার মামুনুর রশিদের ছেলে মিনহাজ আজারবাইজান নামের একটি দেশে চলে গেছে। তবে জঙ্গি হামলার সঙ্গে তার ছেলের জড়িত থাকার কথা অস্বীকার করেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি জানাজানি হওয়ার পর রোববার থেকেই বৃকুষ্টিয়া মধ্যপাড়া গ্রামের দিনমজুর পায়েলের বাবা আবুল হোসেনের বাড়ির উপর নজরদারী শুরু করে গোয়েন্দা পুলিশ সদস্যরা।
সোমবার বিকেলে বগুড়া জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মুনিরা বেগম বৃকুষ্টিয়া গ্রামে যান। এসময় তিনি বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সঙ্গে নিহত খায়রুল সম্পর্কে খোঁজ খবর নেন।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমিরুল ইসলাম জানান, স্বজনদের নিকট থেকে নিহত জঙ্গি সদস্য খায়রুলের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
৫ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম