বগুড়া : বগুড়া শহর ও বিভিন্ন উপজেলায় ১৭ জন তরুণ-যুবক নিখোঁজ রয়েছেন। গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, তাদের সবাই জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত নন। তবে এদের মধ্যে ছয়জনের বিষয়ে সন্দেহ করা হচ্ছে যে, তাদের জঙ্গি তৎপরতা থাকতে পারে।
ধারণা করা হচ্ছে, নিখোঁজ অন্যরা জামায়াত-বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় গ্রেফতার এড়াতে আত্মগোপনে রয়েছেন। গুলশান হামলার নিহত দু’জঙ্গি শফিকুল ইসলাম উজ্জ্বল ও খায়রুল ইসলাম পায়েলের নাম গোয়েন্দা তালিকায় ছিল না।
বগুড়া পুলিশের ডিএসবি (ডিস্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ) অফিস সূত্র জানায়, জেলায় জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িতদের নাম-পরিচয় পেতে এলাকার জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, চৌকিদার ও গ্রাম পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তাদের দেওয়া তথ্য অনুসারে, বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল পর্যন্ত ১৭ জন তরুণ-যুবক দীর্ঘদিন ধরে বাড়ি থেকে নিখোঁজ রয়েছেন । এর মধ্যে বগুড়া সদরের ৪ জন, গাবতলীতে ৩ জন, শিবগঞ্জে ৪ জন, শাজাহানপুরে ৩ জন এবং নন্দীগ্রামে ৩ জন নিখোঁজ রয়েছেন।
তাদের মধ্যে গাবতলী ও শাজাহানপুরের ৬ জন জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে নিখোঁজদের নাম-পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
বগুড়ার বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোন্নাফ জানান, বগুড়া শহরের জামিলনগরের বাসিন্দা ও সরকারি আজিজুল হক কলেজের ছাত্র রাগিবুল হাসান রিগ্যান এক বছর ধরে নিখোঁজ। তার সঙ্গে নিখোঁজ বন্ধু মাসুদ ঢাকার কামরাঙ্গীর চর থেকে গ্রেফতার হয়েছেন। মাসুদ জঙ্গি হওয়ায় ধারণা করা হচ্ছে, রিগ্যানও জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত হতে পারেন। রিগ্যানের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান, তার থানা এলাকায় আবদুস সালাম ও আবদুল মোত্তালেব মজনু দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছে। এদের মধ্যে সালাম মুজাহিদ হিসেবে আফগানিস্থানে যুদ্ধ করেছে বলে প্রচারণা রয়েছে। এদের নিখোঁজের বিষয়ে থানায় কোনও জিডি করা হয়নি।
নন্দীগ্রাম থানার ওসি নজরুল ইসলাম জানান, মেরাই গ্রামের শাহীনুর নিখোঁজ রয়েছে। সে প্রায় ৬ মাস আগে বাড়িতে এসেছিল। এরপর খোঁজ পাওয়া যাচ্ছেনা। এ ব্যাপারে থানায় জিডি করা হয়নি। শাহীনুর জঙ্গি তৎপরতার সঙ্গে সম্পৃক্ত কি না সে ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
বগুড়ার নন্দীগ্রামের ওসি হাসান শামীম ইকবাল জানান, তার থানা এলাকায় নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জন নারী। তারা পরকীয়ার কারণে বাড়ি ছেড়েছেন। অপরজন রণবাঘা গ্রামের সবদেব চন্দ্র কর্মকারের ছেলে জুয়েলারী শ্রমিক গোপাল চন্দ্র কর্মকার। গত ৮ জুলাই নাটোরের কর্মস্থলে যাবার নামে নিখোঁজ হন। তারা কেউ জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত নয় বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে, গুলশান হামলায় নিহত জঙ্গি খায়রুল ইসলাম পায়েলের বন্ধু বগুড়ার শাজাহানপুরের চুপিনগর ইউনিয়নের কামারপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে আবদুল হাকিম জঙ্গি তালিকাভুক্ত নয়। হাকিম বিশ্ববিদ্যালয়ে ভর্তির নামে পায়েলকে ঢাকায় নিয়ে যান।
স্বজনরা বলছেন, হাকিম আজারবাইজানে চলে গেছে। এ গ্রাম থেকে গত ২৭ এপ্রিল একে-২২ রাইফেল, একটি পিস্তল ও ৫২ রাউন্ড গুলিসহ গ্রেফতার হন জেএমবি ইসাবা গ্রামের সদস্য আবদুল মোমিন। এ মোমিন গত বছরের নভেম্বরে শিবগঞ্জের শিয়া মসজিদে হামলায় জড়িত ছিল।
গত ৩ এপ্রিল সন্ধ্যায় বগুড়ার শেরপুরের জুয়ানপুর কুঠিরভিটা গ্রামের জনৈক মাহবুব আলম তার বাসায় গ্রেনেড বিস্ফোরণে চট্টগ্রাম অঞ্চলের জেএমবির সামরিক শাখা প্রধান রাইসুল ইসলাম খান ওরফে ফারদিন ও জঙ্গি তরিকুল ইসলাম জুয়েল নিহত হয়। আজও বাড়ির ভাড়াটিয়া কথিত সিএনজি চালক মিজানুর রহমানকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।
এলাকাবাসীর ধারণা, মিজানুরও জঙ্গি। তবে পুলিশ শাজাহানপুরের কামারপাড়ার বাড়ি থেকে ফারদিনের স্ত্রী ও আবদুল বাকীর মেয়ে জেএমবি নারী ইউনিটের নেত্রী মাসুমা আকতারকে গ্রেফতার করতে সক্ষম হয়। মাসুমার ভাই মোজাহিদও জেএমবির সক্রিয় সদস্য। মোজাহিদ জেএমবির শীর্ষ নেতা বাংলা ভাইয়ের সঙ্গে ফাঁসিতে মৃত বাগমারার জঙ্গি মামুনের আপন ভগ্নিপতি। অপর ভাই মোস্তাফিজার রহমান ওরফে বোমা শাকিলও জেএমবির জঙ্গি।
বগুড়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান, জঙ্গি ও নিখোঁজ তরুণ-যুবকের সন্ধান পেতে চৌকিদার, গ্রামপুলিশ, কমিউনিটি পুলিশিং ফোরাম এবং জনপ্রতিনিধিদের অনুরোধ করা হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা বিভাগ) মনিরা সুলতানা সাংবাদিকদের জানান, কারা কোন এলাকায় নিখোঁজ রয়েছেন, তা জানতে প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের খোঁজ দেওয়ার জন্য বলা হয়েছে। তাদের দেওয়া তথ্য লিপিবদ্ধ করা হচ্ছে। নিখোঁজদের সম্পর্কে খোঁজ নেওয়ার কাজ চলছে। -বাংলা ট্রিবিউন
১৫ জুলাই. ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম