চাঁপাইনবাবগঞ্জ : বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ঢুকে পড়ে পার্শ্ববর্তী চায়ের দোকানে। এসময় তিনজন নিহত হন। তারা হলেন অহাব আলী (৪৫), তাবারক আলী (৫০) এবং ক্রেতা গাজলুর রহমান।
নিহত অহাব আলী নাচোল উপজেলার ঘড়িবোনা গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে। তাবারক আলী গোড়পুকুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে এবং গাজলুর রহমান একই উপজেলার আনুখাদিঘী গ্রামের তোফাজ্জলের ছেলে।
এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন একই এলাকার আলাউদ্দিন (৫০), বজলুর রশিদ (৩৪) ও রাজকুমার (৩০)। তাদের মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল-রহনপুর সড়কের খড়িবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নাচোল থানার ওসি মো. ফাছিরুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খড়িবাড়ি এলাকার কয়েকটি দোকানে ঢুকে পড়ে। এসময় অহাব আলী ও গাজলুর রহমান ঘটনাস্থলেই নিহত হন।
তাবারক আলীসহ চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ২টার দিকে তাবারক আলী মারা যান।
চালকসহ ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
২৯ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম