জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: কারা অন্তরীণ চাঁপাইবাবগঞ্জের পৌর মেয়র ও জামায়াত নেতা নজরুল ইসলামকে আবারও বরখাস্ত করেছে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ। ৬ ডিসেম্বর মঙ্গলবার বিভাগের উপসচিব আব্দুর রউফ মিয়া স্বাক্ষরিত এক পত্রে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার একটি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাঁকে সাময়িকভাবে বরখাস্তের প্রঞ্জাপণ জারি করা হয়। একই পত্রে প্যানেল মেয়র-১ কে অনতিবিলম্বে মেয়রের দায়িত গ্রহনের অনুরোধ করা হয়েছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও সংশ্লিস্টদের অবহিত করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হাসান বুধবার (৭ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। এ বছরের ৯ মার্চ স্থানীয় সরকার বিভাগ তাঁকে প্রথম দফা সাময়িকভাবে বরখাস্ত করে প্রজ্ঞাপণ জারি করে। একাধিক নাশকতা মামলার অভিযোগপত্রভূক্ত আসামী জেলা জামায়াতের সাবেক আমীর নজরুল ইসলাম পলাতক অবস্থায় গত বছরের ৩০ ডিসেম্বরের নির্বাচনে জয়লাভের পর শপথের আগমূহুর্তে চাঁপাইনবাবগঞ্জ আদালতে আত্মসমর্পন করলে আদালত তাঁকে কারাগারে পাঠায়। তবে উচ্চ আদালতের নির্দেশে গেজেটে বর্নিত সময়সীমার মধ্যেই তিনি কারাগার থেকে শপথ নেন। মামলাগুলিতে উচ্চআদালতে জামিন লাভের পরে বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে মেয়র নজরুল ইসলামের দায়েরকৃত রীট পিটিশনের ভিত্ত্বিতে সাময়িক বরখাস্ত প্রজ্ঞাপনটি স্থগিত করা হয় ও নজরুল ইসলামকে সাময়িকভাবে দায়িত্ব বুঝিয়ে দেয়ার নির্দেশনা প্রদান করেন হাইকোর্ট। ১৬ নভেম্বর বুধবার এ সংক্রান্ত স্থানীয় সরকার বিভাগের পৌর শাখা-১ এর উপসচিব আব্দুর রউফ মিয়া স্বাক্ষরিত পত্রে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও পৌর প্যানেল মেয়র-১ কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। এ প্রেক্ষিতে, ২০ নভেম্বর রবিবার নজরুল ইসলামকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়। নির্বাচিত হবার প্রায় ১১ মাস পর তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেন ভারপ্রাপ্ত মেয়র (প্যানেল মেয়র-১) সাইদুর রহমান। কিন্তু ৩ ঘন্টা দায়িত্ত্ব পালনের পর সেদিনই দূপুর দেড়টায় সদর থানার অপর একটি বিস্ফোরক মামলায় আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে আদালত আবেদন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।
পরে গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) শেষ মামলায় অবকাশকালীন আদালত তাঁর জামিন মঞ্জুর করলেও আবারও তাঁকে সদর থানার আরেকটি মামলায় গ্রেপ্তার (শ্যেন আ্যরেষ্ট) দেখানো হয়। ফলে কারাগার থেকে মূক্তি মেলেনি তাঁর। এ অবস্থায় তাঁকে পূণরায় সাময়িকভাবে বরখাস্ত ও প্যানেল মেয়র-১ কে পূণরায় মেয়রের দায়িত্ত্ব প্রদানের প্রঞ্জাপণটি মঙ্গলবারই (৬ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জে এসে পৌঁছায়।
০৭ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস