বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর, ২০১৬, ০৩:৪৭:৩২

চাঁপাইনবাবগঞ্জে রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে মানববন্ধন

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: পাশ্ববর্তী দেশ মায়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চালানো গণহত্যা ও তাঁদের নিজ জন্মভুমি থেকে বিতাড়নে বর্বর নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় জেলা জাসদ ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের সামনে এই কর্মসূচীর আয়োজন করে। জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে প্রায় ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষেরাও অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির,সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম,জেলা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রামিম হোসেন, সদস্য নাহিদ হাসান, মোজাহিদুল ইসলাম,আসিফ রেজা, তসিকুল তনু, চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের ইংজেী বিভাগের শিক্ষার্থী দিদার আলী প্রমূখ। বক্তরা বলেন,মায়ানমারে এখন ঘৃন্য জাতিগত নিধন চলছে। অথচ বিশ্ব বিবেকের তেমন সাড়া নেই। নিরস্ত্র রোহিঙ্গা নিধণে এমন অমানবিক নির্যাতনের জন্য মায়ানমার সরকারকে দায়ী করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তাঁরা। দেশে বিদেশে বিভিন্ন সময় ধর্মের দোহাই দিয়ে যারা বিভিন্ন ফায়দা লোটার চেষ্টা করেন, মুসলমান রোহিঙ্গাদের এমন অসহায় অবস্থার সময় তাদের ভূমিকারও কঠোর সমালোচনা করেন বক্তারা। রোহিঙ্গা ইস্যুতে বিশেষ করে মুসলমানদের এক হবার আহব্বান জানান তাঁরা। বক্তারা বাংলাদেশ সরকারকে এব্যাপারে আরও কঠোর অবস্থান নেবারও আহব্বান জানান।
৮ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে