জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: টিফিন ও বেড়াতে যাবার টাকা জমিয়ে কেনা কম্বল চাঁপাইনবাবগঞ্জের চৌহদ্দীটোলায় ৪০০ অসহায় দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে বিতরণ করেছেন মেডিক্যাল কলেজের শেষবর্ষে অধ্যয়নরত একদল শিক্ষার্থী।
এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টায় পৌর এলাকার চৌহদ্দীটোলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শেখ রাসেল স্মৃতি সংসদের সহযোগীতায় আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলার সাবেক চেয়ারম্যান রুহূল আমীন,পৌর প্যানেল মেয়র মতিউর রহমান, জেলা কৃষিবিদ ইনিষ্টিটিউশনের সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান ও কম্বল প্রদানকারী শিক্ষার্থী প্রতিনিধিরা। এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি স্থানীয় সমাজসেবী লোকমান আলী ও ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম। শিক্ষার্থী প্রতিনিধিরা এ সময় বলেন, নৈতিক শিক্ষার সাথে মানুষের বেড়ে ওঠা প্রয়োজন। সকলেরই উচিৎ বয়স্কদের মূল্যায়ন করা। কারণ তাঁরাই কঠিন জীবনের আসল রুপ দেখেছেন। অভিভাবদের প্রতি তাঁরা আহব্বান জানান ,শিশুকাল থেকে সন্তানদের নৈতিক শিক্ষার সাথে বড় করার জন্য। অনান্য বক্তারা শিক্ষার্থীদের এমন মহতী উদ্যেগের প্রশংসা করেন।
০৯ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস