মাথায় পরচুলা লাগিয়ে হেডফোনে নকল লুকিয়ে পরীক্ষা
চাঁপাইনবাবগঞ্জ : প্রাক-প্রাথমিক নিয়োগ পরীক্ষায় মাথায় পরচুলা লাগিয়ে কানে হেডফোন লুকিয়ে নকল করার অপরাধে মুরসালীন (২৫) নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ডের আদেশ দেন।
শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ কেন্দ্রের পরীক্ষার হল থেকে তাকে আটক করা হয়। ওই পরীক্ষার্থী ভোলাহাট উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের সুরানপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক রামকৃষ্ট বর্মণ জানান, পরীক্ষা শুরুর পাঁচ মিনিট পর থেকেই ওই পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তার মাথায় দেখা যায় পরচুলা (নকল চুল) লাগানো। তিনি পরচুলার ভেতর লুকিয়ে কানে হেডফোন দিয়ে পরীক্ষা দিচ্ছিলেন। এ সময় তার দেহ তল্লাশি করে অন্তর্বাসে লুকিয়ে রাখা একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি জানান, ওই পরীক্ষার্থীর আবেদনপত্রে নাম ঠিকানা সঠিক থাকলেও ছবির মিল পাওয়া যায়নি। তাকে ভুয়া পরীক্ষার্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।
১৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�