চাঁপাইনবাবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকার জঙ্গি আস্তানা থেকে দুইটি অ্যাম্বুলেন্স বের হতে দেখা গেছে। বিকাল পাঁচটার পরপরই একজন নারীকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স বেরিয়ে যায়। এর ১৫-২০ মিনিট পর ওই আস্তানা থেকে বের হয় আরেকটি অ্যাম্বুলেন্স। তাতে ছিল একটি শিশু।
তবে দ্রুতগতিতে বের হওয়া অ্যাম্বুলেন্স দুটিতে আরও কেউ ছিল কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। প্রথম অ্যাম্বুলেন্সটিকে এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ঢুকতে দেখা গেছে। মধ্যাহ্ন বিরতি শেষে পুনরায় গোলাগুলি শুরু হওয়ার পর আবার তা থেমে যায়। বিকাল সোয়া ৪টার পর ওই জঙ্গি আস্তানার আশপাশ থেকে আর কোনও গোলাগুলির শব্দ পাওয়া যায়নি।
মধ্যাহ্ন বিরতির পর জঙ্গি আস্তানার ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও তাতে সাড়া পাওয়া যায়নি। পরে ফের অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিমের সদস্যরা। এসময় থেমে থেমে গুলির শব্দ পাওয়া গেছে ওই জঙ্গি আস্তানার ভেতর থেকে।
বুধবার (২৬ এপ্রিল) রাতে বিরতির পর বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফের অভিযান শুরু হয় ওই আস্তানায়। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। বাড়ির ভেতর আবু আলী নামের এক জঙ্গিসহ কয়েকজন রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার ভোর থেকেই পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা টি ঘিরে রাখে। বিকালে ঢাকা থেকে সোয়াট টিম পৌঁছানোর পর শুরু হয় অভিযান। পরে বুধবার রাত ৯টা ৫ মিনিটে ওই আস্তানার সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই অভিযান স্থগিত রাখার ঘোষণা দেন সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের (এসএজি) উপ-পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ার্দার।
জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটির ভেতর আবু আলী নামে এক জঙ্গি ও তার স্ত্রীসহ কয়েকজন থাকতে পারে বলে ধারণা করছেন সিটিটিসির সদস্যরা। একটি আমবাগানের ভেতরে বাড়িটির অবস্থান। বুধবার ভোরবেলা বাড়িটি ঘেরাও করার পরপরই কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। সাধারণ লোকজনের চলাফেরা নিয়ন্ত্রণের জন্য আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
২৭ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস