মঙ্গলবার, ০২ মে, ২০১৭, ০৮:৫৬:০৪

চাঁপাইনবাবগঞ্জে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে তিনজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে তিনজনের মৃত্যু

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে শিবগঞ্জ ও গোমস্তাপুরে বজ্রপাতে ও গাছ চাপায় দুই নারী সহ তিনজনের মৃত্যু হয়েছে। চাঁপাই-রহনপুর রেল যোগাযোগ,চাপাই-গোমস্তাপুর ও গোমস্তাপুর-নাচোল সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আম ও ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিবগঞ্জে বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও শিবগঞ্জ থানার কর্তব্যরত পুলিশ উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে প্রচন্ড ঝড়বৃষ্টির সময় পৌর এলাকার গুড়পট্টি-আমবাজার এলাকার আমবাগানে পাশের চকদৌলতপুর মহল্লার ক্ষুদ্র ব্যবসায়ী রুপচান আলীর স্ত্রী ছবি বেগম (৩৫) অসুস্থ অবস্থায় আম কুড়তে গিয়ে পাশেই বজ্রপাত ঘটলে আতংকিত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

স্থানীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা ছবি বেগমকে মৃত ঘোষনা করেন। প্রায় একই সময় উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এরাদত-বিশ্বাসটোলা গ্রামের আব্দুর রশিদের স্ত্রী মাসুমা বেগম (২৭) পাশেই বাগানে আম কুড়াতে যান। এসময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মারা যান তিনি। অপরদিকে সন্ধ্যায় ঝড়ের সময় রাস্তা পার হতে গিয়ে গোমস্তাপুর উপজেলার নিমতলা মাদ্রাসা মোড় এলাকায় গাছ চাপায় আসাবুল হক আশা (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

গাছ চাপায় আহত হলে হাসপাতালে নিয়ে যাবার পর মারা যান তিনি। আশা উপজেলার নিমতলা-কাঠাল এলাকার মোফাজ্জলের ছেলে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি-তদন্ত) এসএম জাকারিয়া দূর্ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঝড়ে উপজেলার প্রায় সবদিকের রাস্তা গাছ পড়ে বন্ধ হয়ে যায়। গোমস্তাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার ইব্রাহীম আলী রাত দশটায় জানান, প্রচন্ড ঝড়ে গোমস্তাপুর-চাঁপাইনবাবগঞ্জ ও গোমস্তাপুর-নাচোল আঞ্চলিক সড়ক গাছ পড়ে বন্ধ হয়ে যায়। এছাড়া রেল লাইনের উপর অন্তত: ২৫টি গাছ পড়ে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেল জংশন থেকে রহনপুর পর্যন্ত ট্রেন চলাচল বিকেল সাড়ে পাঁচটা থেকে বন্ধ রয়েছে।

ফলে মাঝের গোলাবাড়ী,নেজামপুর ষ্টেশনেও আটকা পড়েছেন যাত্রীরা। রেল কর্মীরা রাতের অন্ধকারে স্থানীয়দের নিয়ে গাছ সরিয়ে রেল লাইন চালু করতে কাজ করছেন বলে রাত পৌনে দশটায় জানিয়েছেন আমনুরা জংশন মাষ্টার খাইরুল ইসলাম। তবে রাতেই ট্রেন চলাচল শুরু করা যাবে বলে জানান তিনি। ঝড়ের পর গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের নিয়ে রাস্তার গাছ সরানোর কাজ শুরু করেছে। পরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ইউনিটগুলিও রাস্তা চালু করতে কাজ শুরু করেছেন।

তবে রাস্তাগুলি সম্পুর্ন চালু করতে সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে শনি,রবির পর টানা তৃতীয় দিনের মত প্রচন্ড ঝড়ে চাঁপাইনবাবগঞ্জে আম ও ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। সদর উপজেলার চরাঞ্চল, শিবগঞ্জের কানসাট, গোমস্তাপুরের রহনপুর অঞ্চলে ক্ষতির পরিমান বেশী বলে স্থানীয় ও কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে