শনিবার, ০৫ আগস্ট, ২০১৭, ০৮:০০:৫৫

হুঁশিয়ারি, মসজিদ উচ্ছেদ করতে দেওয়া হবে না

হুঁশিয়ারি, মসজিদ উচ্ছেদ করতে দেওয়া হবে না

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইানবাবগঞ্জের নাচোলে বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা পরিষদের মালিকানাধীন সম্পত্তির উপর নির্মিত একটি মসজিদের স্থলে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে বাসস্ট্যান্ড মসজিদ রক্ষা কমিটি।

শনিবার সকালে বাসস্ট্যান্ড মোড়ে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মসজিদ রক্ষা কমিটির মুজিবর রহমান,কামাল আহমেদুজ্জোহা, আ’লীগ নেতা ইসলাম উদ্দিন, মোস্তফা কামাল শামীম, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, জেলা যুবলীগ সহ-সভাপতি সাইদুর রহমান,উপজেলা যুবলীগ সভাপতি প্রভাষক হারুর অর রশিদ,সাধারন সম্পাদক ও নাচোল পৌর প্যানেল মেয়র ফারুক আহম্মেদ,যুবলীগ নেতা এ্যাড.মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার,নাচোল বাজার কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা এনামুল হক, মাওলানা ফরিদ হোসেন, ব্যবসায়ী শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আমিনুল ইসলামসহ অনান্যরা। মানববন্ধনে বক্তরা বলেন, দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড মোড়ের মসজিদটিতে মুসল্লিরা নামাজ আদায় করে আসছেন।

জেলা পরিষদ নির্মিত আধুনিক মার্কেট ছাড়াও আশপাশের মুসলিম ব্যবসায়ীরাও এ মসজিদে নিয়মিত নামাজ আদায় করেন। কিন্তু জেলা পরিষদ কর্তৃপক্ষ বর্তমানে মসজিদটি উচ্ছেদ করে মার্কেট নির্মাণ করতে চায়। যা মুসলমান মাত্রই কাম্য নয়। মসজিদ উচ্ছেদ করে মার্কেট নির্মাণের কোনো নজির আমাদের জানা নেই।

বক্তারা আরো বলেন,মসজিদ উচ্ছেদ করে মার্কেট নির্মাণ বন্ধের জন্য রক্ষা কমিটি স্থানীয় সংসদ সদস্যসহ সাধারণ মানুষের স্বাক্ষর নিয়ে গত ২৩ জুলাই জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে আবেদন করে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের মতামতকে তোয়াক্কা না করে কর্তৃপক্ষ জোর করে মার্কেট নির্মাণ করতে চাচ্ছেন।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মসজিদ উচ্ছেদ করে কোনোমতেই মার্কেট নির্মাণ করতে দেয়া হবে না। প্রয়োজনে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।  
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে