বুধবার, ২২ নভেম্বর, ২০১৭, ১২:২৩:১০

চাঁপাইনবাবগঞ্জে হিন্দু-মুসলিম বিয়ে ঘিরে উত্তেজনা, গ্রেফতার দম্পত্তি

চাঁপাইনবাবগঞ্জে হিন্দু-মুসলিম বিয়ে ঘিরে উত্তেজনা, গ্রেফতার দম্পত্তি

চাঁপাইনবাবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক হিন্দু বিয়ে নিবন্ধক ও তার নিবন্ধন করা এক দম্পত্তিকে গ্রেপ্তারের পর মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বিয়ে নিবন্ধক সদর উপজেলার ধূমীহায়াতপুর গ্রামের মৃত.বিনয় চন্দ্র সিংহের ছেলে মিলন সিংহ (৩১) এবং বর সদর উপজেলার মহারাজপুর এলাকার সন্তোষ কুমার শীলের ছেলে অসিত কুমার (২৩) ও একই এলাকার মো. কামরুজ্জামান ওরফে টিয়ার মেয়ে বিথী খাতুন ওরয়ে জয়া (১৯)।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, অসিত কুমার ও বিথী খাতুনের মধ্যে চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। তারা গত ১৫ নভেম্বর সন্ধ্যায় মিলন চন্দ্র সিংহের কাছে বিয়ে করেন।

এরপর চাঁপাইনবাবগঞ্জ শহরের বেলেপুকুর মহল্লায় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। মুসলমান মেয়েকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করে বিয়ে করায় মহারাজপুর ও বেলেপুকুর মহল্লাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি। এ নিয়ে সদর থানায় খবর দেওয়া হয়। গত সোমবার বিকেলে পুলিশ তাঁদের বাড়ি গিয়ে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

এঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) মোজাহারুল বাদী হয়ে পেনাল কোডের ২৯০,৪৬৮,৪৭১ ও ৪২০ ধারায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় মঙ্গলবার রাত পর্যন্ত ওই দম্পতির কারও পরিবার থেকেই পুলিশের সঙ্গে কোন যোগাযোগ করা হয়নি।

তিনি আরো জানান, আটকের পর অসিত কুমার ও বিথী খাতুন জানায়, বিথী খাতুনকে এফিডেফিটের মাধ্যমে ধর্মান্তরিত করা হয়েছে। এরপর তারা মিলন চন্দ্র সিংহের কাছে বিয়ে নিবন্ধন করেন। তারা এফিডেফিট (নোটারি পাবলিক) ও বিয়ের কাগজপত্র দেখান।

সে সুত্রে নিবন্ধক মিলন চন্দ্র সিংহের কাছে জানতে চাইলে তিনি বিয়ে নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করেন। কিন্তু বিয়ে নিবন্ধনের মূল খাতায় তিনি কোন প্রমাণ দেখাতে পারেননি। এজন্য ভূয়া বিয়ে নিবন্ধনের দায়ে তাকে গত সোমবার রাতেই তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে