চাঁপাইনবাবগঞ্জ থেকে : স্কুল শিক্ষকের বিয়ের সব আয়োজন চলছিল ঠিকভাবেই। কনের বাড়িতে কাজী এসে বিয়েও পড়ান। কিন্তু ওই বিয়ের খবর স্কুল শিক্ষকের প্রেমিকা জানতে পারায় ঘটে বিপত্তি।
গতকাল শুক্রবার জুমার নামাজের আগেই পারিবারিকভাবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক সাকিউর রহমান সিকোর বিয়ে হয় লাগাদপাড়া গ্রামের ডাক্তার কামাল উদ্দীনের কলেজ পড়ুয়া মেয়ের সঙ্গে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিয়ের খবর শুনে গতকাল দুপুরে ওই শিক্ষকের প্রেমিকা বাবাকে নিয়ে কনের বাড়িতে হাজির হয়। বর সাকিউর রহমান সিকো বিষয়টি বুঝতে পেয়ে নববধূকে ফেলে রেখেই দৌড়ে পালিয়ে যান। এরপর বিয়ে বাড়িতে হৈ চৈ পড়ে যায়।
প্রেমিকা দাবিদার ওই স্কুলছাত্রী জানান, সাকিউর রহমানের সঙ্গে তার দুই বছরের প্রেমের সম্পর্ক। সামিউর বিয়ের আশ্বাস দিয়ে তাকে ঠকিয়েছেন। পরে বিয়ে বাড়িতে পুলিশ গিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেন। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, ওই শিক্ষকের বিয়ে সম্পন্ন হওয়ায় নববধূকে বরের লোকজনের সঙ্গে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও শিক্ষক সাকিউর রহমান সিকোর বক্তব্য পাওয়া যায়নি।
এমটিনিউজ/এসএস