বিএনপিপন্থী উপজেলা চেয়ারম্যান সায়মা গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সায়মা খাতুনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।রোববার গভীর রাতে চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
সায়মা খাতুন শিবগঞ্জ উপজেলা মহিলা দল সভানেত্রী ও জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, শ্যামপুর ইউনিয়নের ওমরপুর এলাকার বশির আহম্মেদের দায়ের করা চাঁদাবাজির মামলায় রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি এম এম মঈনুল ইসলাম জানান, চাঁদাবাজির একটি মামলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সায়মা খাতুনকে গ্রেফতার করে যৌথবাহিনী। সায়মা খাতুনের বিরুদ্ধে আরো দুটি মামলা রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
২৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ
�