চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিয়ে সর্ম্পকে মতবিনিময় ও প্রশিক্ষন
জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসন আয়োজিত বাল্য বিয়ে সর্ম্পকে মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মসূচী মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচীতে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ডাক্তার, সংবাদিক, ইমাম, নিকাহ রেজিষ্ট্রার ও এনজিও কর্মকর্তারা। অংশগ্রহনকারীদের বাল্যবিয়ের আইনগত,স্বাস্থ্যগত ও অনান্য সংশ্লিষ্ট দিকগুলি অবহিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মো. রফিক। অুনষ্ঠানের শেষ পর্বে তিনি উপজেলার চার ইউনিয়নের চারজন নিকাহ রেজিষ্ট্রারকে বাল্যবিয়ে না পড়ানোর শপথ পাঠ করান।
২৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ প্রতিনিধি/এইচএস/কেএস
�