শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ০৩:৩৮:২৪

চাঁপাইনবাবগঞ্জে দলিত জনগোষ্ঠির মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে দলিত জনগোষ্ঠির মানববন্ধন

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আইন কমিশন সুপারিশকৃত বৈষম্য বিলোপ আইন’১৪ প্রণয়নসহ ৮ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে শনিবার সকালে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির সদস্যরা স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করে। প্রায় আধাঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ইসরাইল সেন্টু, সাজেমান হক, সংগঠনের সভাপতি ব্রক্ষনাথ ঠাকুর বারমা, সাধারণ সম্পাদক অবনিকান্ত রবি দাস, সহসভাপতি দিলিপ কুমার পাল, আদিবাসী নেত্রী সেলিনা মারান্ডি, বিসকা রবি দাস প্রমুখ। বক্তারা বলেন, একবিংশ শতাব্দিতে শুধুমাত্র জন্ম ও পেশাগত পরিচয়ের কারণে এ জনগোষ্ঠির প্রতি বৈষম্য চলছে। কিছু মানুষকে আলাদা করে না রেখে রাষ্ট্র ও সমাজকে মর্যাদার আসনে উন্নীত করার লক্ষ্যে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির জন্য সামাজিক নিরাপত্তা,শিক্ষা,কর্মক্ষেত্র,কোটাপদ্ধতি সহ যথোপযুক্ত কর্মসূচী গ্রহণ করে নীতিমালা প্রণয়নের জন্য সরকারের প্রতি দাবি জানান তারা। বক্তারা আরো বলেন, জেলার ভোলাহাট উপজেলায় দলিতদের সৎকারের জন্য কোন স্মশান নাই। অবিলম্বে স্মশানের ব্যবস্থার জন্য তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন। ৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে