রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৬:১৩:০২

চাঁপাইনবাবগঞ্জের ৪ পৌরসভায় মেয়র পদে ২২ জন বৈধ ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জের ৪ পৌরসভায় মেয়র পদে ২২ জন বৈধ ঘোষণা

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার ৪ টি পৌরসভার নির্বাচনে যাচাই-বাছাই শেষে মেয়র পদে ২২ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১ জনের বাতিল ঘোষণা করেছে সংশ্লিষ্ট রির্টানিং কর্তৃপক্ষ ও জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম। রোববার বিকেলে প্রাপ্ত তথ্যে জানা গেছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মনোনয়নপত্র দাখিলকৃত ৮ জনের মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া নাচোল পৌরসভায় ৭ জন, গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় ৩জন ও শিবগঞ্জ পৌরসভায় দাখিলকৃত ৫জনের মনোনয়নপত্রই বৈধ ঘোষনা করা হয়েছে। উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৮ জনের মধ্যে আওয়ামীলীগের সামিউল হক লিটন, বিএনপি’র অধ্যাপক আতাউর রহমান, বিদ্রোহী বিএনপি প্রার্থী ও বর্তমান মেয়র মাওলানা আব্দুল মতিন, বিদ্রোহী বিএনপি’র প্রার্থী ও বর্তমান ২ নং ওয়ার্ড কাউন্সিলর শাহনেওয়াজ খান সিনা (স্বতন্ত্র), জাসদের মনিরুজ্জামান মনির, জামায়াতের জেলা আমির নজরুল ইসলাম (স্বতন্ত্র), আব্দুস সবুর (স্বতন্ত্র) ও জাতীয় পার্টির শাহজাহান আলী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী শাহনেওয়াজ খান সিনা’র (স্বতন্ত্র) মনোনয়নপত্র ব্যাংক ঋণ জটিলতায় বাতিল ঘোষণা করা হয়েছে। তিনি বেসিক ব্যাংকের একজন খেলাপী ঋণ গ্রহীতার গ্যারান্টার বলে জানা গেছে। শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জনের মধ্যে আওয়ামীলীগের ময়েন খান, বিএনপি’র সফিকুল ইসলাম, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী কারীবুল হক রাজিন (স্বতন্ত্র), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমানী আলী (স্বতন্ত্র) ও জামায়াত নেতা সাবেক মেয়র জাফর আলী (স্বতন্ত্র ) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এদের সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কায়সার। জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ প্রার্থী আওয়ামীলীগের গোলাম রাব্বানী বিশ্বাস (বর্তমান মেয়র), বিএনপি’র তারেক আহম্মেদ, জামায়াত নেতা মিজানুর রহমান (স্বতন্ত্র) মনোনয়নপত্র দাখিল করেন। এই তিনজনই নির্বাচনে অংশগ্রহনের বৈধতা পেয়েছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সামাদ। নাচোল পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ জনের মধ্যে আওয়ামীলীগের আব্দুর রশিদ খান ঝালু, বিএনপি’র কামরুজ্জামান, আমানুল¬¬াহ আল মাসুদ (স্বতন্ত্র), তৌহিদুল ইসলাম শাহিন (জাপা), বর্তমান মেয়র জাতীয় পার্টির নেতা আব্দুল মালেক চৌধুরী মিঠু (স্বতন্ত্র) ও জামায়াত নেতা ডা. রফিকুল ইসলাম (স্বতন্ত্র) ও আসলাম হোসেন (স্বতন্ত্র) মনোনয়নপত্র দাখিল করেন। এই পৌরসভার মেয়র পদে দাখিলকৃত সকলের মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার সেজারুদ্দিন। ৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে