মঙ্গলবার, ০২ এপ্রিল, ২০১৯, ১১:২৭:৪২

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে গরু আনতে দুজনে গুলিবিদ্ধ হন।

সোমবার (১ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার মাসুদপুরে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে সেনারুল ইসলাম এবং একই ইউনিয়নের তারাপুর মড়লপাড়া গ্রামের কালুর ছেলে মিলন।

স্থানীয়রা জানায়, রাত ৩টার দিকে মিলন ও সেনারুল শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে গরু আনতে ভারতে যান। এ সময় শোভাপুর টেন্ট ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে ভারতীয় ভূখণ্ডেই মিলন ও সেনারুল গুলিবিদ্ধ হন। পরে ওই দুজনকে তাদের সঙ্গীরা উদ্ধার করে বাংলাদেশের ভূখণ্ডে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সারওয়ার জানান, সীমান্তে গুলিতে দুই রাখাল নিহত হওয়ার খবর পেয়েছি। এ ব্যাপারে খবর দেয়া হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে