সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ০৫:১৯:১৫

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী বাইপাস রেলপথ নির্মানের ভিত্তিপ্রস্তর

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী বাইপাস রেলপথ নির্মানের ভিত্তিপ্রস্তর

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: বহু প্রতিক্ষিত চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী বাইপাস রেলপথ নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরায় চাঁপাইনবাবগঞ্জ বাইপাস রেললাইন নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। এসময় উপস্থিত ছিলেন রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ ও প্রকল্পের পরিচালক আসাদুল হক। বাংলাদেশ রেলওয়ের নিজস্ব অর্থায়নে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী বাইপাস রেললাইন নির্মান কাজের প্রকল্প ব্যয় ২১ কোটি ১৪ লক্ষ ৭১ হাজার টাকা। আমনুরা বাইপাস রেললাইন নির্মান কাজ সম্পন্ন হলে চাঁপাইনবাবগঞ্জের সাথে সারাদেশের সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে। আমনুরা জংশনে ইঞ্জিন পরিবর্তন করতে হবেনা এতে সময় ব্যয় ও যাত্রী দূর্ভোগ অনেক কমবে। পরে স্থানীয় আ’লীগ আয়োজিত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এছাড়া দুপুরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনও করেন তিনি। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারন উপস্থিত ছিলেন। ২৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে