জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর দপ্তরের একসেস টু ইনফরমেশন (এ-টু-আই) প্রোগ্রামের আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত তিনদিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা’১৬ এর বনার্ঢ্য উদ্ধোধন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য রবিবার বিকেলে শহরের গ্রীনভিউ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে,বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন। এর আগে এ উপলক্ষে একটি বনার্ঢ্য র্যালী শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুল ইসলামের সভাপতিত্ত্বে মেলা প্রাঙ্গণে উদ্ধোধণী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জাহাঙ্গীর কবীর ও পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আল মামুন। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মুখলেসুর রহমান। আলোচক ছিলেন নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মাযহারুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে দেশের সকল ক্ষেত্রে’র ডিজিটালাইজেশনে বর্তমান সরকারের ভূমিকা এবং এর সূফল নিয়ে কথা বলেন। তিনি বলেন ডিজিটালাইজেশনের ফলেই দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি সকলকে তথ্য প্রযূক্তির সুবিধের কথা মনে করিয়ে দেন। তবে এর অপব্যবহার সম্পর্কে সতর্ক থাকবারও পরামর্শ দেন তিনি। আলোচনা শেষে মেলার স্টলগুলি ঘুরে দেখেন অতিথিরা এবং তাদের কার্যক্রমের খোঁজ নেন। মেলায় ৪৫ টি স্টলে জেলা পর্যায়ের সরকারী দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ব্যাংক, এনজিও, ইউনিয়ন ডিজিটাল সেবা কেন্দ্র ও বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবং তাদের প্রদত্ত্ব ডিজিটাল সেবা কার্যক্রম প্রদর্শণ করছে। ২৬ জানুয়ারী মঙ্গলবার পর্যন্ত মেলাটি প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। প্রতিদিনই মেলায় স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর আকর্ষনীয় পরিবেশনা থাকছে বিনোদনের জন্য। মেলার প্রথম দিনেই প্রচুর দর্শকের সমাগম ঘটে যাদের বেশীরভাগই শিক্ষার্থী।
২৪ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস