শুক্রবার, ০৯ ডিসেম্বর, ২০২২, ১১:০৬:২৪

এক রাতেই ৩ ভাই-বোনের মৃত্যু, একই দিনে দাফন

এক রাতেই ৩ ভাই-বোনের মৃত্যু, একই দিনে দাফন

এমটিনিউজ২৪ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক রাতে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার শেখটোলা গ্রামে তাদের মৃত্যু হয়। পরে শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় বোনের ও বিকেলে দুই ভাইয়ের একসঙ্গে দাফন সম্পন্ন করা হয়।

মৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার শেখটোলা এলাকার মৃত সুরাত শেখ আলীর ছেলে শাহজাদা (৫৫) ও আবদুস সামাদ (৭৫) এবং তাদের খালাতো বোন একই এলাকার আলাউদ্দিনের স্ত্রী আফরোজা বেগম (৬০)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক দিন ধরেই তারা অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মারা যান শাহজাদা। এ খবর শুনে রাত ৩টার দিতে তার ভাই আবদুস সামাদও মারা যান। এদিকে ভোর ৫টার দিকে মৃত্যুবরণ করেন তাদের খালাতো বোন আফরোজা বেগম। নিহতের সবার বাড়ি পাশাপাশি।

স্থানীয় বাসিন্দা আবদুল খালেক বলেন, তিনজনই দীর্ঘদিন ধরে নানা রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন। তবে এভাবে একসঙ্গে মারা যাওয়ার বিষয়টি কেউ মেনে নিতে পারছে না। এক পরিবারে তিনটি মরদেহ, বিষয়টি ভাবতেই কেমন যেন লাগছে। সকালে বোনের ও বিকেলে দুই ভাইয়ের দাফন করা হয়েছে।

শিবগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ গণমাধ্যমকে বলেন, একই পরিবারে একই দিনে তিনজনের মৃত্যুর বিষয়টি সাধারণত বিরল। তবে যেহেতু সবার মৃত্যুই স্বাভাবিক, তাই আমাদের কোনো করণীয় নেই। তাই স্বাভাবিকভাবেই নিহতের পরিবার দাফন করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে