বৃহস্পতিবার, ০৪ মে, ২০২৩, ১০:২৪:৪১

বজ্রপাতে ৩ জনের মৃত্যু

 বজ্রপাতে ৩ জনের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় এক শ্রমিক, গরু ব্যবসায়ী ও এক জেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার (০৪ মে) সন্ধ্যায় হালকা ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতের ঘটনা ঘটে। 

নিহতরা হলেন চরবাগডাঙ্গা ইউনিয়নের সোনাপট্টি গ্রামের ফরিদ উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম (৩৫), শাজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর ভোলাপাড়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে জাহাঙ্গীর আলম (৪০) ও দেবিনগর ইউনিয়নের নামোহড়মা গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে ইসারুল হক (৩৫)।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের ছয়রশিয়া গ্রাম থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে বাড়ির নিকটে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন ধানকাটা শ্রমিক রফিক। এদিকে সন্ধ্যা ৬টার দিকে ব্যবসার কাজ শেষে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে মারা যান গরু ব্যবসায়ী জাহাঙ্গীর। 

এর আগে সন্ধ্যা পৌনে ৬টার দিকে নৌকাযোগে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নৌকার ওপর আহত হন জেলে ইসারুল। তাকে উদ্ধার করে প্রথমে বাড়ি নিয়ে এসে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে