মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ০৯:৪৬:৫৯

দেশের সীমানা ছাড়িয়ে সুইডেনে রপ্তানি হলো চাঁপাইনবাবগঞ্জের 'হাঁড়িভাঙ্গা আম'

দেশের সীমানা ছাড়িয়ে সুইডেনে রপ্তানি হলো চাঁপাইনবাবগঞ্জের 'হাঁড়িভাঙ্গা আম'

এমটিনিউজ ডেস্ক : এবার দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে রপ্তানি হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার 'হাঁড়িভাঙ্গা আম'। সোমবার (১২ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নাচোলের আম চাষি মো. রফিকুল ইসলামের বাগান থেকে এক মেট্রিক টন হাড়িভাঙ্গা আম সুইডেনে রপ্তানির জন্য পাঠিয়েছে মেসার্স এমবিবি এগ্রো নামে ফল এবং সবজি রপ্তানিকারক প্রতিষ্ঠান।

এছাড়া মঙ্গলবার (১৩ জুন) আরও এক মেট্রিক টন আম রপ্তানি হবে একই দেশে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. বদরুদ্দোজা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২৫ মে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে প্রথম দফায় সাত মেট্রিক টন খিরসাপাত আম লন্ডন ও সুইডেনে রপ্তানি করা হয়।

নাচোলের আমচাষি রফিকুল ইসলাম জানান, নাচোলের গোলাবাড়ি ইউনিয়নের তেনবোনা এলাকায় তার নিজের ও লিজ নেওয়া মোট ৮৪০ বিঘা জমিতে আমগাছ রোপণ করেন। তিনি মূলত হাইব্রিড জাতের বারি-৪, ব্যানানা, আম্রপালি, কাটিমন ও দেশি খিরসাপাত জাতের আম চাষ করছেন এসব জমিতে।

গত বছর সীমিত পরিসরে আম রপ্তানি হলেও এ বছর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকারের সহযোগিতায় উত্তম পদ্ধতিতে আম চাষ করার মাধ্যমে রপ্তানির সুযোগ পেয়েছেন তিনি।

মেসার্স এমবিবি অ্যাগ্রো লিমিটেডের স্বত্বাধিকারী মো. বদরুদ্দোজার বলেন, আমি সুইডেনেই থাকি। ২০১২ সাল থেকে আম ও বিভিন্ন ধরনের সবজি সুইডেনে রপ্তানি করছি। এ বছর এখন পর্যন্ত চার মেট্রিক টন আম সুইডেনে ও তিন মেট্রিক টন আম লন্ডনে পাঠিয়েছি। সোমবার হাঁড়িভাঙ্গা আম বিদেশে রপ্তানি করা হলো। চাহিদা বাড়লে এলাকার অন্যান্য কৃষক ভাইদের কাছ থেকে আম কিনে সেগুলো বিদেশে রপ্তানি করবো।

তিনি আরও বলেন, সুইডেনের স্টকহোমের বিভিন্ন ব্যবসায়ী আমাকে আমের অর্ডার দিয়ে রাখেন। পরে আমি নাচোল থেকে আমগুলো প্যাকিং করে পাঠিয়ে দিই। সুইডেন বিমানবন্দর থেকেই আমগুলো তাদের কাছে পৌঁছে যায়।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পলাশ সরকার বলেন, বদরুদ্দোজার মাধ্যমে জেলা থেকে প্রথমবার এ মৌসুমে আম ও সবজি রপ্তানি হয়েছে। সোমবার দ্বিতীয় দফায় আম গেলো সুইডেনে। তার আগ্রহ এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রচেষ্টায় ‘উত্তম কৃষি চর্চা’ পদ্ধতির কারণে এ জেলার আমের চাহিদা বিদেশে বাড়ছে। যা জেলার অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখবে। রপ্তানিযোগ্য আম উৎপাদনে আমরা চাষিদের সব সময় বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে