শনিবার, ১৫ জুন, ২০২৪, ১২:৪২:৪৯

জুমার নামাজ পড়াতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ইমামের মৃত্যু

জুমার নামাজ পড়াতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ইমামের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার কল্যাণপুরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় জাহিদ হাসান শামসুল (৪৫) নামে এক ইমাম নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মেহেদী হাসান। নিহত জাহিদ হাসান শামসুল নাচোল উপজেলার নেজামপুর এলাকার মৃত আব্দুল মাতিনের ছেলে।

তিনি নাচোল সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ছিলেন। শুক্রবার মসজিদে জুমার নামাজ পড়াতেন।

টিকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওসি মেহেদী হাসান বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। কিন্তু ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ছাড়া নিহত জাহিদ হাসানের মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে