জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সন্ত্রাসের জনপদ সদর উপজেলার ইসলামপুরে সন্ত্রাসবিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছে হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
দুপুরে ইসলামপুরের চাটাইডুবিতে ইসলামপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম এ কর্মসূচির আয়োজন করে। এতে আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দ’ুহাজার শিক্ষার্থী,শিক্ষক ও সাধারণ মানুষ অংশ নেন। ঘন্টারও বেশী সময়ের মানববন্ধনের বিস্তৃতি ঘটে ইউনিয়ন কেন্দ্র চাটাইডুবি’র দশরশিয়া থেকে বারোরশিয়া নাজুদ্দি হাজীর গ্রাম পর্যন্ত। পরে চাটাইডুবিহাট মাঠে সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পুলিশ সুপার বশির আহম্মদ, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহব্বায়ক রুহুল আমীন, চাঁটাইডুবি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী, সহকারী প্রধান শিক্ষক মাইনুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ইসলামপুর চাঁপাইনবাবগঞ্জের আতঙ্কে পরিণত হয়েছে। এখানকার মানুষ এখন অবিশ্বাসে ভূগছে।এখানে প্রায়ই ঘটছে সন্ত্রাসী কর্মকান্ড। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষ সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এ সন্ত্রাস প্রতিহত করতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম এ অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে। পুলিশকেও জনগনের আস্থা অর্জন করতে হবে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে জেলা শহর সংলগ্ন ইসলামপুরে দুই আ’লীগ নেতা জসিম ও ইউ.পি চেয়ারম্যান টিপু সমর্থক কিছু ব্যক্তি খুন, জখম, সন্ত্রাস সৃষ্টি ও প্রায় প্রতিনিয়তই বোমাবাজির মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। সর্বশেষ ৩১ জানুয়ারী ইসমাইল নামের এব যুবককে বাড়ী থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়।
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস