জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লাগোয়া বরেন্দ্র অঞ্চল রাজশাহীর গোদাগাড়ীর বাবুডাইং আদিবাসী বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারে ফুল দিয়ে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে প্রভাতফেরি করে মাতৃভাষার গানের সঙ্গে নেচে, কবিতা আবৃত্তি করে আর নানা আয়োজনে বাবুডাইং আদিবাসী বিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার দিনব্যাপী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে। শিক্ষার্থীদের বাড়ি বাড়ি থেকে তোলা চাল-ডালের খিচুড়ী এবং অনুষ্ঠানে গ্রামের নারী-পুরুষ ও সাংস্কৃতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠান ছিল উৎসবমুখর।
দিবসটি উদযাপনের জন্য শিক্ষার্থীরা সপ্তাহ ধরে প্রস্তুতি নিতে থাকে। তাঁরা বিদ্যালয়টি লেপে-পুছে, ঝকঝকে-তকতকে করে দেওয়ালে আলপনা আঁকে। বিদ্যালয় প্রাঙ্গণে বাঁশ-কঞ্চি ও ফুল দিয়ে শহীদ মিনার তৈরী করে। মাটির তৈরী বেদীতে আলপনা আঁকে। এছাড়া গোটা বিদ্যালয়টি ফুল, পাতা ও লাল-সবুজ ফিতা দিয়ে সাজায়। নিজেরাও খোঁপায় ফুল ও পাতা দিয়ে সেজেগুজে আসে। গ্রামের সকল বয়সের নারী-পুরুষরাও শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠানে অংশ নেয়। অনুষ্ঠানে অংশ নেয় এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ পরিচালিত কোল ভাষার প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরাও।
এ সময় শিক্ষার্থীদের কন্ঠে আদিবাসী কোল ভাষায় শোনা যায় ‘বাংলা দিশাম মোচ দিশাম, জন্ম ইঞা নেড়ে, নিয়া দিশাম বাগিকাতে অহচা ইঞা কারে’। অর্থাৎ ‘বাংলাদেশ একটি সুন্দর দেশ, জন্ম আমার এখানে। এদেশ ছেড়ে কোথাও যাবনা, এদেশকে আমি ভালবাসি’। নাচ-গানের ফাঁকে ফাঁকে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস, চাঁপাইনবাবগঞ্জের সমাজকর্মী শফিকুল আলম, জেষ্ঠ্য সাংবাদিক আনোয়ার হোসেন দিলু , চাঁপাইনবাবগঞ্জে প্রগতিশীল নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখার সদস্য সচিব মনোয়ারা খাতুন, ঘুরে ঘুরে বিদ্যাদানকারী অবসরপ্রাপ্ত শিক্ষক তরিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জের সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) অবসরপ্রাপ্ত চীফ (প্লানিং) সানাউল হক, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজিমুল হক, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোনিয়া খাতুন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আলী উজ্জামান নূর। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুদর্শন পাল, লুইশ মুরমু, ট্রেম হাঁসদা, গ্রামের মোড়ল কার্তিক কোল টুডু, সুরেন কোল টুডু, হরেন কোল মুরমু, নগেন কোল মুরমু, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা অনান্যরা অতিথিরা। অনুষ্ঠানে নিজেদের ভাষায় নাচ ও গান পরিবেশন করে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সিমতি কোল টুডু, ললিতা কোল টুডু, অনন্তি কোল টুডু, রূপামনি কোল মার্ডি, তারামুনি কোল মুরমু, জোনাকি কোল সাইচুরি। নিজেদের ভাষায় কবিতা আবৃত্তি করে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী শিপন্ত কোল হাঁসদা, সাগর কোল সরেন প্রমূখ।
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস