সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:০৪:৫৬

চাঁপাইনবাবগঞ্জে ‘স্কাউট দিবস’ পালন

চাঁপাইনবাবগঞ্জে ‘স্কাউট দিবস’ পালন

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস বিশ্ব স্কাউট আন্দোলনের জনক রবার্ট স্টীফেনশন স্মীথ লর্ড ব্যাডেন পাওয়েলের ১৫৯ তম জন্মবার্ষিকীতে ‘স্কাউট দিবস’ পালন করেছে।

সকালে এ উপলক্ষে র‌্যালিতে অংশ নেন জেলা প্রশাসক মো: জাহিদুল ইসলাম। সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন, জেলা শিক্ষা অফিসার,চাঁপাইনবাবগঞ্জ স্কাউটস কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এ ছাড়া স্কাউটের জনক লর্ড ও লেডি ব্যাডেন পাওয়ালের জন্মদিন উপলক্ষে বিশ্ব চিন্তা দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার সকালে জেলা প্রশাসকের ডাক বাংলো চত্বরে জন্মদিনের কেক কাটেন চীফ পেট্রোন ও জেলা প্রশাসকের পতœী রহিমা ইসলাম।

জেলা গার্ল গাইডস এ্যাসোসিয়েশনের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন স্কাউটস সভাপতি ও জেলা কমিশনার মার্জিনা হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন, সম্পাদক গৌরি চন্দ সিতু, সহসম্পাদক শান্তনা হক, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিলা বেগম, বিভিন্ন বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও গার্ল গাইডস শিক্ষার্থীরা।
২২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে