বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৪২:১৩

ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরচাপায় ইমন আলী (১৩) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন সদর উপজেলার শাহজাহানপুর মুন্সিপাড়ার আব্দুল জাব্বারে ছেলে ও চরবাগডাঙ্গা সেরাজুল হোদা লতিফিয়া নুরিয়া ইসলামিয়া ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দিন জানান, সকালে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে মাদ্রাসায় যাচ্ছিল ইমন। এ সময় চরবাগডাঙ্গা গোঠাপাড়া মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর চাপা দিলে ইমন ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে